Tuesday, November 4, 2025

সুপ্রিম-নির্দেশ ভেঙে EVM-এর তথ্য মুছেছে কমিশন! কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Date:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ইভিএম-এর (EVM) তথ্য যাচাই করার। তার জন্য ডাকার কথা ছিল কোনও নিরপেক্ষ ইঞ্জিনিয়ারকে। অথচ সেই নির্দেশ ভেঙেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের পদক্ষেপে কার্যত অবাক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna) ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। কোনওভাবেই তথ্য মোছা বা নতুন তথ্য যোগ করা যাবে না যাচাই করার সময়, স্পষ্ট নির্দেশ আদালতের।

নির্বাচনে ইভিএম কারচুপির (EVM tampering) অভিযোগের শুনানিতে মঙ্গলবার অভিযোগকারী এডিআর-এর (ADR) পক্ষ থেকে অভিযোগ করা হয় ২০২৪ সালের এপ্রিল মাসের সুপ্রিম কোর্টের (Supreme Court) তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য যাচাই প্রক্রিয়ায়। সেই অভিযোগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট প্রশ্ন করে, কেন মুছে ফেললেন তথ্য?

প্রধান বিচারপতি এদিন মামলার পর্যবেক্ষণে জানান, আদালতের উদ্দেশ্য ছিল একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যিনি নির্বাচন শেষ হওয়ার পরে কোনও প্রশ্ন উঠলে তথ্য সহ জানাবেন কোনও তথ্য বিকৃতি (tampering) হয়নি বা মেমরি ও মাইক্রো-চিপ থেকে কোনও তথ্য (burn) নষ্ট করা হয়নি। এটাই নির্দেশ ছিল। তাহলে কেন তথ্য মোছা হল? নির্বাচন কমিশনের (ECI) কাছে আমরা এত বিস্তারিত পদ্ধতি চাইনি। কোনও তথ্য মুছবেন (delete) না বা কোনও তথ্য যোগ করবেন না, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির।

সেই সঙ্গে শীর্ষ আদালত প্রশ্ন তোলে নির্বাচন কমিশনের ইভিএম (EVM) যাচাইয়ের খরচ নিয়েও। কমিশনের (ECI) তথ্য অনুযায়ী ৪০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রক্রিয়ায়। কেন এত বেশি খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...
Exit mobile version