Saturday, May 3, 2025

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধায় বিধানসভায় শোকপ্রস্তাব, আলোচনায় মনমোহনের প্রশংসা শাসক-বিরোধীদের

Date:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের (Manmohan Singh) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনা এক শোক প্রস্তাবের উপর বিধানসভার বাজেট অধিবেশনের (Assembly Budget Session) দ্বিতীয়দিনে আলোচনা হয়। মঙ্গলবার শাসক ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারপক্ষের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া এবং চন্দ্রিমা ভট্টাচার্য, বিরোধী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও আলোচনায় অংশ নেন। আলোচনার শেষের শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে বিধানসভায় গৃহীত হয়। এছাড়াও এক পৃথক প্রস্তাবে সদ্যপ্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, উস্তাদ জাকির হোসেন, শ্যাম বেনেগাল, রাজা মিত্র-সহ বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়।

আলোচনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মনমোহন সিংকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন। তাঁর আমলে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কথা উল্লেখ করে শোভনদেব বলেন, বামপন্থীরা সর্বস্তরে কাজের বিরোধিতা করলেও মনমোহন সিং তাঁর নিজের চলার পথে অবিচল ছিলেন। ১০০ দিনের কাজ, তথ্যের অধিকার আইনের মত ইউ পিএ জমানার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প ও পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ড:মনমোহন সিং নিজে একটি প্রতিষ্ঠান। তিনি একাধারে ছিলেন দক্ষ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। দেশকে অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করেছিলেন মনমোহন। বামপন্থীরা পদে পদে তাঁর কাজে বাধা দিয়েছে। আর্থিক সংস্কার নিয়ে গেল গেল রব তুলেছে। এমনকী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে। পরে অবশ্য সবাই এর সুফল বুঝতে পেরেছে। দেশ আজ যে মাথা তুল দাঁড়িয়ে আছে তার পিছনে মনমোহন সিংয়ের করা অর্থনৈতিক সংস্কারের বিরাট ভূমিকা আছে বলে মত মানসের।
আরও খবর: বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দিতে চান ধনকড়! অনুতপ্ত বলেই সিদ্ধান্ত: মত কুণালের

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মনমোহন সিংকে (Manmohan Singh) শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি এমন মানুষ ছিলেন তাঁকে শ্রদ্ধা না করে পারা যায় না। ধীর-স্থির-ধৈয্য ধরে সমালোচকদের জবাব দিয়েছেন। কিন্তু কোনও সময় কটু বাক্য প্রয়োগ করতে হয়নি। আমার সুযোগ হয়েছিল তাঁর সঙ্গে দেখা করার। তাঁর জীবনযাত্রা কে অনুকরণীয় আদর্শ হিসাবে স্মরণ করছি।

বিরোধী পক্ষের মুখ্য সচেতক, শঙ্কর ঘোষ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, মনমোহন সিং তাঁর বিচক্ষণতা এবং অর্থনৈতিক প্রাজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের অর্থনীতিকে সুস্থিত রেখেছিলেন। তাঁর অর্থনৈতিক সংস্কার দেশকে সমৃদ্ধ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর সরল এবং অনাড়ম্বর জীবন যাপন রাজনীতির জগতের সকলের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version