Sunday, August 24, 2025

অনলাইনে ভোটার তালিকায় নাম এন্ট্রি! কমিশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা মুখ্যমন্ত্রীর

Date:

অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তীব্র আপত্তি জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের আনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে। অনলাইনে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানো হবে। যাতে তারা এসে ভোট দিতে পারে। কিন্তু বাংলা এই চেষ্টাকে রুখে দেবে।’

বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে শুধু প্রতিশ্রুতি থাকে। আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেটে বরাদ্দ করি। বাজেটে যা বলি, তাই করি।’ কেন্দ্রের কাছ থেকে সঠিক আর্থিক সাহায্য না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে বহু টাকা বরাদ্দ। কিন্তু সেই বকেয়া পাওনা মেটাচ্ছে না কেন্দ্র। তা সত্বেও কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-র মতো জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছি। ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। কন্যাশ্রীর জন্য এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৮০ হাজার পড়ুয়াকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখনও পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমাদের দেখাদেখি অনেক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার নকল করে একাধিক প্রকল্প চালু করেছে। তবে অন্য রাজ্যের থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আলাদা। ওঁদের অনেক শর্ত থাকে।’

এদিন বীরভূমের দেউচা-পাঁচামি প্রকল্প নিয়েও বড় আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘দেউচা-পাচামি প্রকল্প পুরোদমে চালু হলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না। বিদ্যুৎ পরিষেবা পেতে খরচও হবে কম।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্ম ১০০ বছর যাতে লোডশেডিংয়ের সমস্যায় না ভোগে এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে তাই এই প্রকল্প। কমপক্ষে ১ লক্ষ যুবক-যুবতী চাকরি পাবেন। কয়লা উৎপাদন হলে বিদ্যুতের দামও কমে যাবে।’ সিইএসসি’র বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের যে কিছু করার নেই, তা উল্লেখ করে মমতা বলেন, “রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায়। মানুষকে অনেক ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম সরকারে থাকাকালীন দিয়ে গিয়েছে।’

আরও পড়ুন- প্রকল্পের নাম হবে বাংলা ভাষাতেই! জলস্বপ্ন নাম বদল নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version