Monday, May 5, 2025

State Budget: অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল, শিক্ষা থেকে নারী ও শিশুদের জন্য বরাদ্দ

Date:

কেন্দ্রের সরকার যেখানে দেশের মানুষকে শিক্ষায় বরাদ্দ কমিয়ে শিক্ষা ব্যবস্থাকে তলানিতে নিয়ে যেতে চাইছে সেখানে বাংলার সরকার শিক্ষাখাতেই বিপুল বরাদ্দের ঘোষণা করল। সেই সঙ্গে শিশু শিক্ষা ও শিশুদের সামগ্রিক সুস্থতা রক্ষায় অঙ্গনওয়াড়ি (ICDS worker) কেন্দ্রের কর্মীদের পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত বরাদ্দ করা হল। সেই সঙ্গে বিপুল বরাদ্দ হল নারী ও শিশু কল্যাণে।

এবারের রাজ্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ স্কুল শিক্ষা (school education) ও উচ্চশিক্ষায় (higher education) আলাদভাবে বরাদ্দ ঘোষণা করা হয়। বিদ্যালয় শিক্ষায় বরাদ্দ করা হয় ৪১ হাজার কোটি টাকা। আবার উচ্চ শিক্ষায় বরাদ্দ হয় ৬,৫৯৩.৭৯ কোটি টাকা। এবারের রাজ্য বাজেটে নারী ও শিশু কল্যাণে বরাদ্দ করা হয় ৩৮,৭৬২ কোটি টাকা। বাজেট অধিবেশনের শুরুতেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসের উল্লেখ করেন। স্পষ্টত নারীর উন্নয়নের প্রতি গুরুত্বে বাংলার মনোভাব ব্যক্ত করেন তিনি।

শিক্ষার পাশাপাশি শিশু শিক্ষাকেন্দ্রের উন্নয়নে জোর দিতে অঙ্গনওয়াড়ির কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়ানোর পরিকল্পনা রাজ্য সরকারের। মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের জন্য মোবাইলের (mobile) ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মোবাইলের জন্য এবার বাজেটে (State Budget 2025) বরাদ্দ করা হল। আশা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ৭০ হাজার স্মার্টফোন কেনার জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা।

সামগ্রিক স্বাস্থ্যখাতেও (health sector) বরাদ্দ ঘোষণা করা হল রাজ্য বাজেটে। বুধবার বাজেট ঘোষণায় ২১,৩৫৫ কোটি বরাদ্দ করা হয় স্বাস্থ্য পরিষেবায়।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version