Monday, November 17, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর ব্যাট হাতে নামলেও সিডনি টেস্টে আর বোলিং করেননি। তারপর থেকেই ধোঁয়াশা ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজেও তাকে রাখা হয়নি। তবে বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন যশপ্রীত বুমরা। তা আর হচ্ছে না।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত। প্রথম দু-ম্যাচেই জিতেছে ভারত। তবে কটকে দ্বিতীয় ম্যাচটি বাড়তি স্বস্তি দিয়েছে বিশেষ কারণে। রানের মধ্যে ছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। বিধ্বংসী সেঞ্চুরিতে প্রত্যাবর্তন করেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের একই প্রত্যাশা বিরাট কোহলিকে নিয়ে।

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় ওডিআইতে নামছে ভারত। এই মাঠেই ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন রোহিতরা। একই মাঠে কিং কোহলি রাজার মতোই ফিরুক, সেই আশাতেই ভারতীয় দল। সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ান ডে-তে কিছু পরিবর্তন হতে পারে। প্রথম চয়েস কিপার-ব্যাটার হিসেবে খেলানো হচ্ছিল লোকেশ রাহুলকে। এই ম্যাচে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হতে পারে।

তেমনই বোলিং বিভাগে বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের আগের দিন ভারতীয় দল প্র্যাক্টিস করেনি। ফলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না। এই ম্যাচে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে।টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ। ওয়ান ডে ক্রিকেটে ডাক পেলেও অভিষেক হয়নি। আমেদাবাদে সামির সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে পারেন অর্শদীপও।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version