Wednesday, August 27, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর ব্যাট হাতে নামলেও সিডনি টেস্টে আর বোলিং করেননি। তারপর থেকেই ধোঁয়াশা ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজেও তাকে রাখা হয়নি। তবে বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন যশপ্রীত বুমরা। তা আর হচ্ছে না।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত। প্রথম দু-ম্যাচেই জিতেছে ভারত। তবে কটকে দ্বিতীয় ম্যাচটি বাড়তি স্বস্তি দিয়েছে বিশেষ কারণে। রানের মধ্যে ছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। বিধ্বংসী সেঞ্চুরিতে প্রত্যাবর্তন করেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের একই প্রত্যাশা বিরাট কোহলিকে নিয়ে।

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় ওডিআইতে নামছে ভারত। এই মাঠেই ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন রোহিতরা। একই মাঠে কিং কোহলি রাজার মতোই ফিরুক, সেই আশাতেই ভারতীয় দল। সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ান ডে-তে কিছু পরিবর্তন হতে পারে। প্রথম চয়েস কিপার-ব্যাটার হিসেবে খেলানো হচ্ছিল লোকেশ রাহুলকে। এই ম্যাচে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হতে পারে।

তেমনই বোলিং বিভাগে বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের আগের দিন ভারতীয় দল প্র্যাক্টিস করেনি। ফলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না। এই ম্যাচে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে।টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ। ওয়ান ডে ক্রিকেটে ডাক পেলেও অভিষেক হয়নি। আমেদাবাদে সামির সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে পারেন অর্শদীপও।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version