Friday, December 19, 2025

ভোট দিলে লাড্ডু, না দিলে বঞ্চনা: কেন্দ্রের বাজেটকে ধুয়ে বাংলার BJP সাংসদদের নিশানা অভিষেকের

Date:

Share post:

বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বাজেটে বিহারকে ভরিয়ে দেওয়া হয়েছে। অথচ রাজ্যে ভোট না পাওয়ায় বাংলাকে বঞ্চনা। অথচ এই নিয়ে নীরব বাংলাকে ভোটে জেতা বিজেপি সাংসদরা। বৃহস্পতিবার, কেন্দ্রের বাজেট ‘ভাঁওতা’ নিয়ে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  একই সঙ্গে বিঁধলেন বাংলার বিজেপি সাংসদদের। বৃহস্পতিবার, সাতগাছিয়ার সেবাশ্রয় শিবির ঘুরে সাংবাদিকদের মুখোমুখি হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, “ফাঁকা কলসির মতো বাজেট, ফাঁকা কলসির আওয়াজ বেশি।”

এদিন কেন্দ্রীয় বাজেট (Budget) নিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “১২ লক্ষ বার্ষিক আয়ে করছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ মাসে এক লক্ষ টাকা আয়। ১২ লাখের আয়ের মানুষকেও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি। জিএসটি বাবদ যদি তাকে ৯৮ হাজার টাকা দিতে হয়, মুদ্রাস্ফীতি বাড়ছে, এর দায় কার? পরিসংখ্যান পেশ করে বলুন না। ফাঁকা কলসির মতো বাজেট, ফাঁকা কলসির আওয়াজ বেশি।”

কেন্দ্রীয় বাজেটে নিয়ে রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগ করেন অভিষেক। কেন্দ্রীয় বাজেটকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করে বিহারকে ঢালাও বরাদ্দ নিয়েও সরব হন অভিষেক। তাঁর কথায়,  বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি বলেই বাজেটে বঞ্চনা করা হয়েছে। তিনি বলেন, “বাংলার মানুষ মাথা নত করেনি বলে বাজেটে বঞ্চনা। ভোট দিলেই লাড্ডু, আর ভোট না দিলে বঞ্চনা। বাংলা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য। কোনওদিন বশ্যতা স্বীকার করা হবে না।”

বাংলার বঞ্চনা নিয়ে বিজেপি (BJP) সাংসদদের নীরবতা নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “বাংলার জন্য কী বরাদ্দ করেছে? বাংলাতেও বিজেপির ১২টা সাংসদ। বিহারেরও ১২টা বিজেপি সাংসদ। অথচ বিহারকে ঢালাও বরাদ্দ। অন্য রাজ্য পাক, তাতে অসুবিধা নেই, কিন্তু বাংলাকে কেন নয়?” অভিষেকের কথায়, “সুকান্তবাবুরা বাংলার জন্য কী করেছেন সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। এই যে ৪৪ হাজার কোটি টাকা পঞ্চায়েত দফতরকে বরাদ্দ করেছে, এর মধ্যে কি জাত থেকে ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? মাইনোরিটি দফতরের ক্ষেত্রে বিজেপি বাজেট ১৫৭৫ কোটি টাকা থেকে ৬৮২ কোটি টাকা হয়েছে কেন? ৫৬ শতাংশ কমেছে কেন? মাইনোরিটিরা ভোট দেয় না বলে? জাতির রাজনীতি করে ওরা মুখ থুবড়ে পড়েছে। কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী। অন্য রাজ্য পাক, তাতে অসুবিধা নেই, কিন্তু বাংলাকে কেন নয়? ভোট দিলে লাড্ডু নাহলে বঞ্চনা। বাংলার মানুষ মাথা নত করেনি বলে বাজেটে বঞ্চনা। বাংলা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য। কোনওদিন বশ্যতা স্বীকার করা হবে না। সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করা। আর পাঁচ হাজার কম ভোট পেলে, বালুরঘাটে বিজেপি হেরে যেত। পরেরবার আসন ধরে রাখতে পারবে না।”

বাংলার বাজেট নিয়ে অভিষেক বলেন, ”গঙ্গাসাগরে নতুন ব্রিজের কথা বলা হয়েছে। পথশ্রীর জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। PWD-র জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।  উত্তরের জেলাগুলোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে চা বাগানের জন্য, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য ৭০০-৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঘাটাল মাস্টারপ্ল্যানে বিপুল বরাদ্দ করা হয়েছে।”

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...