Wednesday, December 17, 2025

বাংলার পরে দিল্লি! ভুয়ো ভোটার নিয়ে মমতার সুরেই আক্রমণ অভিষেকের

Date:

Share post:

ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার সরব হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সাতগাছিয়ায় সেবাশ্রয় শিবির পরিদর্শন গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”আট মাসে দিল্লিতে নতুন করে ৪ লাখ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে। এটা আমাদের জেনুইন বলে মনে হয়নি।”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলায় ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর ষড়যন্ত্র চলছে বলে বুধবার বিধানসভার সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন।  দিল্লি, মহারাষ্ট্রের ভোটে এভাবেই কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা।

সেই সুরেই এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”লোকসভা ভোটের পর থেকে বিধানসভা, এই আট মাসে দিল্লিতে নতুন করে ৪ লাখ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে। এটা আমাদের জেনুইন বলে মনে হয়নি। অতীতে বাংলাতেও এই চেষ্টা হয়েছিল। আবারও হচ্ছে।”

এই প্রসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “গোটা দল সতর্ক হয়েছে। দলনেত্রী সতর্ক করেছেন। মানুষের ভোট ঢুকতে পারছে না। ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। মানুষ সতর্ক। এখানে এই জিনিস করা যাবে না। নেত্রী বলার পর গোটা দল সতর্ক থাকছে যাতে বহিরাগত কোনও ভোটার না ঢুকতে পারে।”
আরও খবর: ভোট দিলে লাড্ডু, না দিলে বঞ্চনা: কেন্দ্রের বাজেটকে ধুয়ে বাংলার BJP সাংসদদের নিশানা অভিষেকের

এদিন অভিষেক বলেন, “গণতন্ত্রে মানুষই শেষ কথা। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে বলেই বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব হয়েছে।” BJP-কে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “এই বিজেপিই তো বলেছিল, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। এখন তারাই লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই সাফল্য।”

spot_img

Related articles

যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

ঘটনাস্থল পরিদর্শন করল যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার তদন্তে গড়া চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মঙ্গলবারই রাজ্য পুলিশের (State...

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পেলেন মোদি

ইথিওপিয়ায় সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। দুই দেশের সম্পর্ক মজবুত করতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে বিশ্বের...

দূষণের জের: বাড়ছে উড়ান বাতিলের সংখ্যা, দিল্লিতে ৫০% ওয়ার্ক-ফ্রম হোমের নির্দেশ

দূষণ কমার লক্ষ্ণণই নেই। নিয়মের পর নিয়ম আরোপ করেই দিল্লির রেখা গুপ্তা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে চরম ব্যর্থ। তার...

‘ধুরন্ধর’ ব্যবসায় বারো দিনে ৫০০ কোটির দোরগোড়ায় অক্ষয় – রণবীরের নতুন ছবি!

সিনেমা মুক্তি পেয়েছে মাত্র দুসপ্তাহও হয়নি, অথচ বক্সঅফিস কালেকশনে (Box office collection) বলিউড তাবড় তাবড় অভিনেতা ও প্রযোজনা...