অবশেষের জল্পনার অবসান। বিরাট কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হলেন রজত পতিদার। এদিন এমনটাই জানান হল আরসিবির পক্ষ থেকে। জল্পনা ছিল এবছর হয়ত আবার অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন বিরাট। কারণ ফ্যাফ ডুপ্লেসি সরিয়ে দেওয়া হয় অধিনায়কের থেকে। এমনকি ছেড়ে দেওয়া হয় দল থেকেও।

এরপরই জল্পনা ছড়ায় আরসিবির অধিনায়ক হতে চলেছেন বিরাট। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আরসিবির নতুন নেতা রজত পতিদার। সূত্রের খবর, দ্বিতীয়বার নেতৃত্ব নিতে রাজি হননি আরসিবির প্রাক্তন অধিনায়ক। নতুন নেতা নিয়ে বিরাট বলেন, “ তোমাকে অসংখ্য অভিনন্দন। যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য। নিজেই এটা আদায় করে নিয়েছ।“

View this post on Instagram
মহানিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন রজত পতিদার । ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করে কী বললেন রোহিত ?
–

–

–

–

–

–

–

–