রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর মৃত্যুদিনে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ‘ভাইসা যাইব’ গানটি। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। এবার এই গানেরই আনুষ্ঠানিক মুক্তি হল কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয়। উপস্থিত ছিলেন নাম ভূমিকায় অভিনয় করা রুক্মিণী মৈত্র, পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এই গানটির সুরকার সৌরেন্দ্র ও সৌম্যজিৎ। এদিনের অনুষ্ঠান থেকে লং প্লেয়িং রেকর্ডেরও উদ্বোধন করা হয়। বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করা রুক্মিণীর চৈতন্যলীলার একটি মুহূর্তের ছবি তৈলচিত্রের আকারে প্রকাশ করেন শিল্পী পৃথ্বীরাজ চৌধুরি।

আরও পড়ুন- ঋত্বিক ঘটকের ছবি বন্ধ করেনি তৃণমূল! প্রধান শিক্ষকের চিঠিতে ফাঁস ‘গণশক্তি’র মিথ্যাচারের রাজনীতি
_

_

_

_

_

_

_

_

_

_
