Tuesday, November 11, 2025

অপরাজিতা বিল কার্যকরী করতে আজ রাষ্ট্রপতির কাছে তৃণমূল সাংসদরা

Date:

রাজ্য বিধানসভায় পেশ হওয়া ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিলকে (Aparajita Women-Child Bill 2024) আইনের পরিণত করার দাবি নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা সাংসদরা। রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এই বিল আনার কথা জানিয়েছিলেন। বিধানসভায় সর্বসম্মতিক্রমে সেই পাসও হয়েছে ‘অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’ অ্যামেনমেন্ট) বিল ২০২৪ (Aparajita Women-Child Bill 2024)। এরপর নিয়ম মেনে তা রাজ্যপালের কাছে পাঠানো হয় যা পরবর্তীতে পৌঁছয় রাষ্ট্রপতির দরবারে। কিন্তু এখনও দ্রৌপদী মুর্মু এই বিলে সই না করায় আইন প্রণয়ন সম্ভব হচ্ছে না। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই আইন চালু করার দাবিতে আজ দুপুরে রাষ্ট্রপতি সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের মহিলা সংসদরা।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই অপরাধে কোনভাবেই ক্ষমা গ্রহণযোগ্য হতে পারে না। আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সঞ্জয়কে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। রাজ্য সরকার (Govt of WB) এই সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বোচ্চ শাস্তির জন্য কলকাতা আদালতের দ্বারস্থও হয়েছে। তৃণমূলের (TMC) তরফ থেকে মনে করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ‘অপরাজিতা বিল’ কার্যকরী করা যাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা আটকানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ করা যাচ্ছে না। কারণ, সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি প্রত্যেকেই বলছেন অপরাধী চরম শাস্তির ভয় না পেলে কোনভাবেই ধর্ষণ আটকানো যাবে না। অথচ নানা টালবাহানায় কখনও রাজ্যপাল আবার কখনও কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) বাংলার এই বিলকে কার্যকরী হতে দিতে চাইছে না বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। এবার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল সংসদীয় দল। চলতি বছরের গোড়ায় অপরাজিতা বিল কার্যকর করার দাবিতে পথে নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যজুড়ে মিছিল হয়েছিল। ওয়াকিবহালের মহলে মতে, ধর্ষণ বিরোধী বিলের ছাড়পত্রের দাবি নিয়ে দিল্লির উপরে চাপ বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল। আজ এই ঘটনার দিকে নজর থাকবে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version