উর্ধ্বমুখী তাপমাত্রা, কুয়াশা ঢাকা দক্ষিণবঙ্গে উইকেন্ডে পারদ পতনের সম্ভাবনা!

শীত (Winter) বিদায়ে বসন্তের আভাস দক্ষিণবঙ্গে। উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। রাতের হালকা হাওয়ায় হিমেল অনুভূতি উধাও। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী দুদিনে অন্তত তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের গরম বাড়বে। রাজ্যের ৭ জেলায় ঘন কুয়াশা সতর্কতা জারি, বৃষ্টি (Rain ) এবং তুষারপাত হবে দার্জিলিংয়ে।

কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই, কুয়াশায় ঢাকা একাধিক জেলা। হাওয়া অফিস বলছে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং জেড স্ট্রিম উইন্ড আর অসমে ঘূর্ণাবর্তের কারণে তাপমাত্রার এত হেরফের হচ্ছে।সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে।বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। উত্তরে তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ শহরতলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।