মার্চে আংশিক সূর্যগ্রহণ: কতটা দেখা যাবে ভারত থেকে, জানালো নাসা

নাসা (NASA) জানাচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ (partial solar eclipse) দেখা যাবে

সূর্যগ্রহণ নিয়ে নতুন তথ্য পেশ নাসা-র (NASA)। এবছর দুবার সূর্যগ্রহণ (solar eclipse) হবে বলে জানানো হল নাসা-র তরফে। তার মধ্যে প্রথমটি দেখা যাবে ২৯ মার্চ। তবে মূলত আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী এলাকা থেকেই দেখা যাবে এই আংশিক গ্রহণ (partial solar eclipse)। সেক্ষেত্রে এশিয়া (Asia) থেকে দেখা গেলেও দিনের শেষভাগে দেখা যাওয়ার সম্ভাবনা ভারত থেকে।

২৯ মার্চ ফের এক সরলরেখায় আসতে চলেছে সূর্য-চাঁদ-পৃথিবী। তবে চাঁদ খানিকটা সরে থাকায় সূর্যগ্রহণ হবে আংশিক। নাসা (NASA) জানাচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ (partial solar eclipse) দেখা যাবে। উত্তরায়নের কারণে মূলত উত্তর গোলার্ধে (northern hemisphere) দেখা যাবে এই সূর্যগ্রহণ। আবার তেমনই আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর থেকেও দেখা যাবে।

এবছরই আরও একবার সূর্যগ্রহণের পূর্বাভাস জানিয়ে রাখল নাসা। ২১ সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধে (southern hemisphere) দেখা যাবে সূর্যগ্রহণ। সেটা দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড থেকে। আবার আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশেও এটি দেখা যাবে।