দলের সিদ্ধান্ত চূড়ান্ত, তুফানগঞ্জ পুরসভায় পদে থাকছেন কৃষ্ণা ইশোর-তনু সেন

দলের সিদ্ধান্তকেই গুরুত্ব। তুফানগঞ্জ পুরসভায় কৃষ্ণা ইশোরকে চেয়ারপার্সন ও তনু সেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে মেনে নিলেন তৃণমূল (TMC) কাউন্সিলাররা। জানানো হয়েছে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। তুফানগঞ্জ পুরসভায় কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmick)। শুক্রবার তুফানগঞ্জ (Tufanganj) পুরসভার ১০ কাউন্সিলর চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর ও ভাইস চেয়ারম্যান তনু সেনকে নিয়ে তৃণমূল (TMC) পার্টি অফিসে আলোচনা হয়েছে।

তুফানগঞ্জ পুরসভায় কৃষ্ণা ইশোর ও তনু সেনের বদলে অন্য মুখ আনা যায় কি না সে বিষয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন দলের কাউন্সিলাররা। তবে এরপরেই বৃহস্পতিবার তুফানগঞ্জ পুরসভায় যান তৃণমূল জেলা কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন ফের জেলা পার্টি অফিসে আলোচনা হয়।

অভিজিৎ দে ভৌমিক বলেন, তুফানগঞ্জ বিধানসভায় তৃণমূলের কর্মিসভা থেকে আগাম বার্তা দেওয়া হয়েছিল। ফের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা হয়। কোনও অভিযোগ থাকলে আলোচনা করে সমাধান করতে হবে। তুফানগঞ্জ পুরসভা নিয়ে দুবার তৃণমূল পার্টি অফিসে বৈঠক করেন জেলা সভাপতি। বৃহস্পতিবার ফের তুফানগঞ্জ পুরসভায় গিয়ে আলোচনা হয়েছে। এদিন আলোচনা শেষে অভিজিৎ বলেন, দলের সিদ্ধান্ত শেষ কথা তা মেনে নিয়েছেন কাউন্সিলাররা। চেয়ারপার্সন হিসেবে কৃষ্ণা ইশোর ও ভাইস চেয়ারম্যান হিসেবে তনু সেন দায়িত্বে থাকবেন। সকলে মিলে মিশে উন্নয়নের কাজ করতে হবে। কাউন্সিলার অনন্ত বর্মা বলেন দলের সিদ্ধান্ত তাদের কাছে চূড়ান্ত। আলোচনার মাধ্যমে কৃষ্ণা ইশোরকে চেয়ারপার্সন ও তনু সেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছেন তাঁরা।

কৃষ্ণা ইশোর বলেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী। যেভাবে দল নির্দেশ দেবে সেভাবে সব কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করবেন ও আরও উন্নত নাগরিক পরিসেবা দেবেন তুফানগঞ্জ শহরে। জানা গিয়েছে, তুফানগঞ্জ পুরসভায় ১২ টি আসনের সব আসনে তৃণমূল জয়ী হয়। এই বোর্ডে বিপুল ভাবে ক্ষমতায় আছে তৃণমূল।