Sunday, May 11, 2025

ইকোনমিক টাইমসের ম্যাগাজিনে লাইভ এন্টারটেইনমেন্ট- কনসার্ট ক্যাটাগরিতে রাজদীপের নাম

Date:

ব্র্যায়ান অ্যাডামসের অনুষ্ঠান হোক বা সলমনের দাবাং ট্যুর- বাংলার বুকে লাইভ কনসার্ট আয়োজনে একটাই নাম রাজদীপ চক্রবর্তী (Rajdeep Chakraborty)। এবার তাঁর মুকুটে নয়া পালক। ইকোনমিক টাইমস প্যানাস ম্যাগাজিন, ইভেন্ট ফ্যাক্টস, শো’স অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত ‘আইপি, ফেস্টিভ্যাল অ্যান্ড কনসার্ট’ লিস্টে (IP, Festival & Concert A Lister) ২৫ জনের মধ্যে রয়েছে পূর্ব ভারতের এক নম্বর কনসার্ট ম্যানের নাম। খুশি রাজদীপ। বিশ্ববাংলা সংবাদকে ফোনে জানান, প্রেম দিবসের সকালে তিনি এই সুখবর পেয়েছেন। আগামী ২-à§© সপ্তাহের মধ্যে পুরো তালিকা ম্যাগাজিনে প্রকাশ করা হবে।

ভারতের মিডিয়া এবং ইভেন্ট ল্যান্ডস্কেপকে নতুনভাবে তুলে ধরতে লাইভ কনসার্টের জনপ্রিয়তা প্রতিদিন বেড়েই চলেছে। তার মধ্যে এমন কিছু মানুষ আছেন যাঁরা এই ফিল্ডে গেম চেঞ্জার হয়ে উঠেছেন। সেরকমই একজন হলেন রাজদীপ চক্রবর্তী (Rajdeep Chakraborty)। ভারতের বুকে যারা কনসার্ট করান সেইরকম বিভিন্ন ক্যাটাগরি থেকে ২৫জনকে ফিচার করা হয়েছে। রাজদীপ ইতিমধ্যেই সলমনের শো, অরিজিৎ সিং- এর মিউজিক্যাল ইভেন্ট , ব্র্যায়ান অ্যাডামসের অনুষ্ঠান করেছেন যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, ভারতবর্ষে ইভেন্ট থেকে à§«.২ বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে যা à§­.à§® বিলিয়ন ডলার হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দেশের জিডিপি বৃদ্ধিতে সর্বোচ্চ পঞ্চম করদাতা হতে চলেছে এই লাইভ অনুষ্ঠান- কনসার্টগুলি। রাজ্যের শিল্পাঙ্গন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে এই ধরণের অনুষ্ঠান আয়োজনের সুযোগের কথাও তিনি জানিয়েছেন। পূর্ব ভারতের এক নম্বর কনসার্ট ম্যান রাজদীপ চক্রবর্তীর নাম প্যানাস ম্যাগাজিন, ইভেন্ট ফ্যাক্টস, শো’স অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত লিস্টে স্থান পাওয়া নিঃসন্দেহে বাংলার জন্য গর্বের মনে করছেন ইভেন্ট সংস্থা থেকে কর্পোরেট বিনোদন ইন্ডাস্ট্রি।

 

Related articles

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...
Exit mobile version