Monday, November 3, 2025

পাঁচদিনে ১৮৫ জনের সফল অস্ত্রোপচার! দেশের বুকে নজির কলকাতার SSKM-এর

Date:

কখনও রোবোটিক সার্জারিতে বিনা রক্তপাতে রোগিণীর হাঁটু বদল আবার কখনও অর্থোপেডিক বিভাগে একদিনে দশটি অস্ত্রোপচার- মেডিক্যালে সাফল্যের নিরিখে বারবার খবরের শিরোনামে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। আর এবার সোম থেকে শুক্র পর্যন্ত গত ৫ দিনে মোট ১৮৫ জন রোগীর সফল অস্ত্রোপচার করে রাজ্য তথা দেশের বুকে নজির গড়লেন SSKM-এর ১৫ জন চিকিৎসক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ সার্জনরা এই অপারেশন করেছেন। সরকারি হাসপাতালের এই পরিষেবায় উচ্ছ্বসিত রোগীর আত্মীয়রা।শনিবারেও সার্জারি চলবে বলে জানা গেছে।

এসএসকেএম সূত্রে খবর প্রতিদিন নানা কারণে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। বেশ কিছুজনের অবস্থা যথেষ্ট গুরুতর হয়ে পড়েছিল। এরপরই চিকিৎসকরা সকলে মিলে সিদ্ধান্ত নেন, তাঁরা সকলে একসঙ্গে একাধিক অপারেশন করবেন। SSKM হাসপাতালের নিয়মিত অপারেশনের পাশাপাশি অস্থায়ীভাবেও OT তৈরি করা হয়। গত ৫ দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অপারেশন করেন চিকিৎসকরা। জানা যাচ্ছে এই তালিকায় যেমন ১৪ বছর বয়সি নাবালক যেমন ছিল তেমনই ছিলেন ৮০ বছর বয়সি বৃদ্ধও। মোট দুশো রোগীর অপারেশনের টার্গেট নেওয়া হয়েছিল। সেখানে ১৮৫ জনের সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতালের এমন উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিবার।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version