Tuesday, November 11, 2025

মোদি-জমানাতেই আমেরিকায় সর্বোচ্চ ভারতীয় অনুপ্রবেশ, আরও দুই বিমান ফিরছে শনি-রবিতে

Date:

নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রধানমন্ত্রিত্ব কালে যে ‘বিকশিত ভারত’ দেখেছে দেশের নাগরিকরা তার জেরে গত তিন বছরে দেশে ছেড়ে পালিয়ে বা লুকিয়ে আমেরিকায় অনুপ্রবেশের (illegal immigration) পরিমাণ সর্বোচ্চ, জানাচ্ছে সমীক্ষা। এক বছরে প্রায় ৪৩ হাজার ভারতীয় (Indian) লুকিয়ে আমেরিকায় ঢোকার দায়ে ধরা পড়েছেন মোদি জমানায়। ট্রাম্প (Donald Trump) প্রশাসন সেই ভারতীয়দের দেশে ফেরানোর (deportation) কাজ শুরু করেছে। আগামী শনি ও রবিবার অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে দুটি বিমান ছোঁবে দেশের মাটি।

আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দাবি করছে, ২০২০ সালে যেখানে হাজার ভারতীয় ধরা পড়েছিলেন মার্কিন অনুপ্রবেশের (illegal immigration) দায়ে। সেখানে ২০২৩ সালে ধরা পড়েছেন ৪৩ হাজার ভারতীয় (Indian)। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার অনুপ্রবেশকারীকে আটক করেছে মার্কিন প্রশাসন। ফলে স্বাভাবিকভাবেই প্লেনে করে তাঁদের দেশে ফেরানোর কাজ যখন শুরু করেছে ট্রাম্প প্রশাসন, তখন তাঁদের হাত-পা শিকলে বাঁধা দেখেও মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্র মোদি থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

যে বিজেপি নেতারা নির্বাচনের আগে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পছন্দসই কাজের খোঁজে যাওয়া মানুষকে পরিযায়ী শ্রমিক আখ্যা দিয়ে বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করেছে, সেই নরেন্দ্র মোদির সময়ে দেশে ভাগ্যবদলের উদ্দেশে সুদূর মার্কিন মুলুকে পাড়ির পরিমাণ বেড়েছে সর্বকালীন রেকর্ড হয়ে। তবে এবার তাদের দেশে ফেরাতে (deportation) শুরু করেছেন ট্রাম্প (Donald Trump)।

শনিবার আমেরিকা থেকে দ্বিতীয় বিমানে ভারতে পৌঁছাবেন ১১৯ ভারতীয়। অমৃতসর বিমান বন্দরে রাত দশটার পরে সেই বিমান নামবে। ইতিমধ্যেই প্রথম বিমান ১০৪ ভারতীয়কে নিয়ে পৌঁছানোর পরে দেখা গিয়েছে পঞ্জাব (Punjab) থেকে গুজরাটের (Gujarat) বাসিন্দারা সেখানে ছিলেন। দ্বিতীয় বিমানেও পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বাসিন্দারা থাকছেন। তৃতীয় আরেকটি বিমান রবিবার পৌঁছাবে অমৃতসরেই।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version