Sunday, May 4, 2025


ব্রাত্য বসু, মন্ত্রী

প্রতুল মুখোপাধ্যায়। আমাদের প্রতুলদা চলে গেলেন। কিন্তু তিনি অমর। যতদিন বাংলা গান থাকবে, বাঙালির গান থাকবে- ততদিন প্রতুলদা বেঁচে থাকবেন।

প্রতুলদাকে (Patul Maukharjee) যখন প্রথম দেখি তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। ডিরোজিও হল, তখন বেকার হল ছিল সেখানে গান গাইতে আসতেন। তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি কোনও যন্ত্রানুষঙ্গ নিতেন না। একবার আমারই একটি অনুষ্ঠানে এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে প্রতুলদা বলেন, পাখি যে গান গায়, তার কি কোনও মিউজিক লাগে! এটাই ছিলেন প্রতুলদা। প্রকৃত রূপ-রস-গন্ধ-মাটি-বাংলা মাখা এক সহজ জীবন ছিল তাঁর।

প্রতুলদার একটা নির্দিষ্ট রাজনৈতিক কমিটমেন্ট ছিল। অসম্ভব ভালবাসতেন, নির্ভর করতেন, স্নেহ করতেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর চিকিৎসার সব ব্যয়ভার বহন করেছে আমাদের সরকার। কিন্তু তার থেকেও বড় কথা হল প্রতুলদা এত বড় শিল্পী হয়েও  মা-মাটি-মানুষের পাশে থেকেছেন। নানা ভাবে আমি তাঁকে দেখেছি- কখনও নন্দীগ্রামে, কখনও সিঙ্গুরে, কখনও সরকার তৈরি হওয়ার পরে। সরকারে বিভিন্ন জনমূখী প্রকল্পের প্রচারে।

২০০৯-১০ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষ্যে দেশপ্রিয় পার্ক অনুষ্ঠানের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে প্রতুল দা গাইতেন। এবার ভাষা দিবস-এ আমরা আর শুনতে পাব না- “আমি বাংলায় গান গাই…. আমি বাংলার গান গাই”। আমাদের প্রাণের মানুষ চলে গেলেন। তবে, প্রতুলদা অমর। যতদিন বাংলার গান, বাঙালির গান থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version