১) মহামেডান ম্যাচের আগেই লাল-হলুদ সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙল। শুক্রবার বিকেলে প্রায় জনা তিরিশেক সমর্থক হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যুবভারতীতে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের মিনি ডার্বির প্রস্তুতির সময়ই ম্যানেজমেন্ট কর্তাদের উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও চিফ টেকনিক্যাল অফিসারের বিদায়ের দাবি তুলে তুমুল বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

২) বর্ডার-গাভাস্কর ট্রফির পর, ভারতীয় ক্রিকেট টিমের জন্য একাধিক কড়া নিয়ম এনেছে বিসিসিআই। যার মধ্যে অন্যতম হল একজন ক্রিকেটার ১৫০ কেজি জিনিস নিয়ে যেতে পারবেন তাঁর সঙ্গে। তার বেশি ওজন হলে, বাড়তি ওজনের জন্য টাকা দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

৩) বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর টিম ইন্ডিয়ার জন্য একাধিক কড়া নিয়ম আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেই নিয়ম গুলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হতে চলেছে শুরু। আর এবার সূত্রের খবর সেই নিয়মে পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও। জানা যাচ্ছে, বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত সহকারী আর টিম হোটেলে রাখতে পারবেন না ভারতীয় হেড কোচ।

৪) হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের আগে এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। আর সেইমত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে পুরস্কারের অঙ্ক। সব মিলিয়ে আটটি দল ৫৯ কোটি টাকা পুরস্কার পাবে।

৫) প্রথমে ঠিক ছিল ২০২৫ আইপিএল শুরু ২১ মার্চ। কিন্তু সূত্রের খবর বদলে যাচ্ছে ২০২৫ আইপিএল শুরুর দিনক্ষন। ২১ মার্চ নয়, ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এমনটাই খবর বিসিসিআই সূত্রের । আর প্রথম ম্যাচ হবে ইডেনেই। খেলবে গত বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। জানা যাচ্ছে, প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । উদ্বোধনী ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বোর্ড।

আরও পড়ুন- রবিবার বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলে বিক্ষোভ, নিশানা কর্তা থেকে ফুটবলাররা

–

—

–

—

–

—

–
