Thursday, November 6, 2025

এসএসকেএমে রেকর্ড গলব্লাডার অস্ত্রোপচার: চিকিৎসকদের সমন্বয়ে সাফল্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার চিকিৎসক ব্যবস্থায় যে আমূল পরিবর্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়ে এসেছে, তার ফল হাতেনাতে পেয়েছেন রাজ্যবাসী। রোগ নির্ণয় থেকে সুস্থতার পথে প্রতিপদে পাশে থাকে রাজ্য সরকার। সেই সঙ্গে বাংলার সরকারি হাসপাতালের চিকিৎসকদের পারদর্শিতাও প্রত্যক্ষ করেছেন মানুষ। সেই পারদর্শিতা ও নিজেদের সমন্বয়ের উদাহরণ ৫ দিনে ১৭৫ গলব্লাডার (gallbladder) অস্ত্রোপচার। চিকিৎসকদের সেই কৃতিত্বে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক-সহ সকলকে।

সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কলকাতায় আমাদের নিজস্ব সর্বোচ্চ স্তরের সরকারি পরিষেবার স্থান, এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital), যেখানে গত ৫ দিনে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার করে একটি রেকর্ড তৈরি করেছে!

চিকিৎসকদের এই উদ্যোগের বর্ণনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি মিশন মোড প্রচেষ্টা ছিল যার মাধ্যমে অপেক্ষমান গলব্লাডার (gallbladder) অসুস্থতাগুলির উপশম করা হল, এবং আমাদের চিকিৎসকরা যদি সমন্বয়ের সঙ্গে নিষ্ঠা সহযোগে কাজ করেন তবে তারা কী করতে পারে তা দেখানোর জন্য।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই সমস্ত অস্ত্রোপচারগুলি সবই সফল হয়েছে, এবং এগুলি হয়েছে হাসপাতালের স্বাভাবিক অপারেশনের কার্যক্রম চালিয়ে যেতে যেতেই। সোম থেকে শুক্র, এই ৫ দিনে, ৩৯০টি গুরুতর অস্ত্রোপচারের পাশাপাশি ১৭৫টি এই বিশেষ ড্রাইভ কেসও সমাধান করা হয়েছে। আমি এই অভূতপূর্ব কৃতিত্বের জন্য এসএসকেএম কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স এবং কর্মীদের অভিনন্দন জানাই। আমি বাকি সব হাসপাতালকে দীর্ঘদিন অপেক্ষমান কেসগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য মিশন-মোড এই মডেলটি অনুসরণ করার অনুরোধ জানাই।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version