Wednesday, December 3, 2025

মার্লিন গ্রুপ – ফ্যাশন টিভির উদ্যোগে তিলোত্তমা পাবে প্রথম বিলাস বহুল এফ রেসিডেন্স

Date:

Share post:

কলকাতায় প্রথমবারের মতো বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ। শুধু কলকাতায় নয় সমগ্র পুর্ব ভারতের মধ্যে এই প্রথম এই উদ্যোগ। গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থা ফ্যাশন টিভি (FTV)-এর সঙ্গে এই বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে কলকাতার রাজারহাটে। জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প।

ফ্যাশন টিভি বিশ্বজুড়ে বিলাসবহুল জীবনযাপন ও ফ্যাশন সম্প্রচারের ক্ষেত্রে এক অগ্রণী সংস্থা হিসাবে পরিচিত। পোল্যান্ডের ওয়ারশ মাস্টার প্ল্যান, বালির ডায়মন্ড কাবানাস রেসিডেন্স অ্যান্ড রিসোর্টস এবং দুবাইয়ের ফ্যাশনজ-এর মতো প্রকল্পের অংশীদারিত্ব করার পর এবার পুর্ব ভারতের কলকাতায় মার্লিন গ্রুপের সঙ্গে তারা তাদের প্রথম বিলাসবহুল আবাসন তৈরি করছে ।

সংস্থার আশা, মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির এই যুগান্তকারী পার্টনারশিপ কলকাতার রিয়েল এস্টেট ক্ষেত্রে নতুন মাত্রা নিয়ে আসবে। মার্লিন গ্রুপের মোর টু লাইফ – (‘More to Life’) দর্শনের মধ্য দিয়ে শহরের মানুষদের বিশ্বমানের জীবনযাপনের সুযোগ এনে দিতে চলেছে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সাকেত মোহতা বলেন, কলকাতায় প্রথমবারের মতো এফ রেসিডেন্সেস (F Residences) আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই প্রকল্প ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক মানের ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এফ টিভির – FTV-এর ফ্যাশন স্টাইল অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।

ফ্যাশন টিভি গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর, কাশিফ খান বলেন, এফ রেসিডেন্সেস (F Residences) শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক। মার্লিন গ্রুপের সঙ্গে আমাদের এই সহযোগিতা কলকাতার আবাসন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রসঙ্গত , রাজারহাট ও নিউটাউনের মধ্যে ৮ একর জমির উপর নির্মিত মার্লিন গ্রুপের এই নবনির্মিত এফ রেসিডেন্সেস- এর মধ্যে থাকছে –
অত্যাধুনিক ডিজাইনের ৩ ও ৪ বিএইচকে এয়ার-কন্ডিশনড অ্যাপার্টমেন্ট, দ্বিস্তর বিশিষ্ট সুইমিং পুল – যা কলকাতায় প্রথমবার। এক্সক্লুসিভ লাক্সারি ক্লাবহাউস, রুফটপ ক্লাউড ফরেস্ট ও আরও অনেক কিছু। প্রকল্পের প্রথম পর্যায়ে ১১টি টাওয়ারে ১৩ তলা বিশিষ্ট ৮৮০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে, যার প্রাথমিক মূল্য শুরু ১.২ কোটি টাকা থেকে। ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী পর্যায়ে আরও ৫-৬টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

 

 

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:

সর্বাণী ভট্টাচার্য্য / অভিষেক পাল / দেবার্জুন কর
মার্লিন গ্রুপ / ট্যাগ কমিউনিস
৯৮৩১৯৪০৩৬০ / ৭৬৮৭৯৭২০৫৮ / ৯৮৭৪৫৫৯৯১১

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...