Friday, January 2, 2026

মার্লিন গ্রুপ – ফ্যাশন টিভির উদ্যোগে তিলোত্তমা পাবে প্রথম বিলাস বহুল এফ রেসিডেন্স

Date:

Share post:

কলকাতায় প্রথমবারের মতো বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ। শুধু কলকাতায় নয় সমগ্র পুর্ব ভারতের মধ্যে এই প্রথম এই উদ্যোগ। গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থা ফ্যাশন টিভি (FTV)-এর সঙ্গে এই বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে কলকাতার রাজারহাটে। জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প।

ফ্যাশন টিভি বিশ্বজুড়ে বিলাসবহুল জীবনযাপন ও ফ্যাশন সম্প্রচারের ক্ষেত্রে এক অগ্রণী সংস্থা হিসাবে পরিচিত। পোল্যান্ডের ওয়ারশ মাস্টার প্ল্যান, বালির ডায়মন্ড কাবানাস রেসিডেন্স অ্যান্ড রিসোর্টস এবং দুবাইয়ের ফ্যাশনজ-এর মতো প্রকল্পের অংশীদারিত্ব করার পর এবার পুর্ব ভারতের কলকাতায় মার্লিন গ্রুপের সঙ্গে তারা তাদের প্রথম বিলাসবহুল আবাসন তৈরি করছে ।

সংস্থার আশা, মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির এই যুগান্তকারী পার্টনারশিপ কলকাতার রিয়েল এস্টেট ক্ষেত্রে নতুন মাত্রা নিয়ে আসবে। মার্লিন গ্রুপের মোর টু লাইফ – (‘More to Life’) দর্শনের মধ্য দিয়ে শহরের মানুষদের বিশ্বমানের জীবনযাপনের সুযোগ এনে দিতে চলেছে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সাকেত মোহতা বলেন, কলকাতায় প্রথমবারের মতো এফ রেসিডেন্সেস (F Residences) আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই প্রকল্প ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক মানের ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এফ টিভির – FTV-এর ফ্যাশন স্টাইল অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।

ফ্যাশন টিভি গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর, কাশিফ খান বলেন, এফ রেসিডেন্সেস (F Residences) শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক। মার্লিন গ্রুপের সঙ্গে আমাদের এই সহযোগিতা কলকাতার আবাসন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রসঙ্গত , রাজারহাট ও নিউটাউনের মধ্যে ৮ একর জমির উপর নির্মিত মার্লিন গ্রুপের এই নবনির্মিত এফ রেসিডেন্সেস- এর মধ্যে থাকছে –
অত্যাধুনিক ডিজাইনের ৩ ও ৪ বিএইচকে এয়ার-কন্ডিশনড অ্যাপার্টমেন্ট, দ্বিস্তর বিশিষ্ট সুইমিং পুল – যা কলকাতায় প্রথমবার। এক্সক্লুসিভ লাক্সারি ক্লাবহাউস, রুফটপ ক্লাউড ফরেস্ট ও আরও অনেক কিছু। প্রকল্পের প্রথম পর্যায়ে ১১টি টাওয়ারে ১৩ তলা বিশিষ্ট ৮৮০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে, যার প্রাথমিক মূল্য শুরু ১.২ কোটি টাকা থেকে। ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী পর্যায়ে আরও ৫-৬টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

 

 

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:

সর্বাণী ভট্টাচার্য্য / অভিষেক পাল / দেবার্জুন কর
মার্লিন গ্রুপ / ট্যাগ কমিউনিস
৯৮৩১৯৪০৩৬০ / ৭৬৮৭৯৭২০৫৮ / ৯৮৭৪৫৫৯৯১১

spot_img

Related articles

৩০ বাঘ ঘুরছে সুন্দরবনের কোর এরিয়ার বাইরে! বাড়ছে মানুষের উপর আক্রমণ, জায়গা কি কম পড়ছে?

সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ওই এলাকার বাস্তুতন্ত্রের শিরদাঁড়া। কিন্তু...

বছরের দ্বিতীয় দিনে ধর্মঘট ব্লিঙ্কিটের গিগ কর্মীদের

বছরের শেষ দিনে সারা দেশ জুড়ে ধর্মঘটের পথে হেঁটেছিলেন ডেলিভারি কর্মীরা। সমস্যার মুখে সুইগি এবং জোম্যাটো ইন্সেন্টিভের ঘোষণা...

বাসন্তীর জমি বিবাদের ভাইরাল ভিডিও নিয়ে অপপ্রচারের জবাব দিল রাজ্য পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জমি বিবাদের জেরে মহিলাকে ফেলে মারার ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করা...

SIR শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্ক! প্রৌঢ়ার আত্মহত্যার অভিযোগ

এসআইআর(SIR) আতঙ্কে মৃত্যু অব্যাহত বাংলায়। নতুন বছরের শুরুতেই আরও একজনের মৃত্যুর অভিযোগ। ঘটনার স্থান বর্ধমান উত্তর বিধানসভার রায়নগর।...