Wednesday, January 14, 2026

নয়াদিল্লি রেল স্টেশনে মহাকুম্ভে যাওয়ার যাত্রীদের ভিড়, পদপিষ্ট হয়ে মৃত ১৭

Date:

Share post:

নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিন শিশু-সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে চার জন মহিলা অজ্ঞান হয়ে যান। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেলমন্ত্রক বিজেপির। নয়াদিল্লি দেশের রাজধানী। দিল্লিতে এখন ক্ষমতায় বিজেপি সরকার। কিন্তু সরকারি অপদার্থতা কিছুতেই কমছে না। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু, বারবার আগুন, জলভাত হয়ে যাওয়ার পর এবার কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট। এর জেরে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩২ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কজনক। ফলে মৃতের সংখ্যা নিশ্চিতভাবে বাড়ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্লাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। ওই দুই প্লাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করতে থাকেন, দু’টি ট্রেন বাতিল হয়ে গিয়েছে। ফলে ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই দাবি করেন, পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই দুই প্লাটফর্মে।

স্বাধীনতা সেনানি এক্সপ্রেস ও ভূবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে চলছিল। ফলে ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে তিল ধারণের জায়গা ছিল না। সেই সময় প্রয়াগরাজগামী ট্রেনটি স্টেশনে ঢুকলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ১৬ নম্বর প্ল্যাটফর্মের এসকেলেটর এবং ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়। যাত্রীরা পড়ে যান। অন্যরা পড়ে যাওয়া যাত্রীর উপর দিয়ে ছোটাছুটি করতে থাকে। এর ফলে চরম পরিণতির মুখোমুখি হন প্রয়াগরাজগামী যাত্রীরা। পুলিশ ও দমকল যখন এসে পৌঁছয় তখন ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গেলেও অধিকাংশ আশঙ্কাজনক।

আজ রবিবারই হয়তো দেখা যাবে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঘটনার পর যথারীতি রেলমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণে জানিয়েছেন। কিন্তু এই মানুষগুলির মৃত্যুর কারণ রেলমন্ত্রকই তা সকলেই বুঝেছেন। রেলযাত্রা এখন মানুষের কাছে বিভীষিকার যাত্রা হয়ে উঠেছে। মহাকুম্ভকে কেন্দ্র করে কার্যত মৃত্যুমিছিল চলছে। উত্তরপ্রদেশ থেকে দিল্লি- ডবল ইঞ্জিন সরকারের এটাই এখন বাস্তব চিত্র। আহতরা অনেকেই জানাচ্ছেন, রেলের ঘোষণার কারণেই এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার পরেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “পদপিষ্টের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন।” শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি।

শোক প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “স্টেশনে পদপিষ্টের ফলে অনেকে প্রাণ হারিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” পাশাপাশি, তিনি মৃত পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...