Saturday, November 8, 2025

দক্ষিণ ২৪ পরগনার গোচরণে নবকলেবরে হাসপাতাল, চলবে স্বাস্থ্যসাথীও

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার গোচরণ এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে নবকলেবরে সেজে উঠল ১০০ শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল (North Point Multispecialty Hospital)। কলকাতা মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটালের (Kolkata Medical Centre & Hospital) সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের উদ্যোগে নতুন রূপে সজ্জিত এই হাসপাতালের মূল উদ্দেশ্য স্বল্প খরচে মানুষকে পরিষেবা দেওয়া। মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধাও। খুব দ্রুত ডায়ালিসিস ব্যবস্থা চালু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), ডাক্তার অভিষেক দাস-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, অ্যাডমিনে ডিপার্টমেন্টের লোকেরাও।

রবিবার নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)সব ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি বলেন, গোচরণ এলাকার মানুষকে ভালো রাখতে সঠিক মানের স্বাস্থ্য পরিষেবা দিতে কলকাতা মেডিক্যাল সেন্টারের সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের (Abhishek das)সহানুভূতিশীল ভাবনা আর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। একজন ডাক্তার এবং তাঁর টিম কলকাতার পাশাপাশি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে চাইছেন এটা অত্যন্ত ইতিবাচক মানসিকতা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের গ্রেড অনুযায়ী চিকিৎসা করা যাবে বলেও জানান কুণাল। এদিন ব্যক্তিগত অনুভুতির কথা শেয়ার করে এই এলাকা দিয়ে তাঁর দেশের বাড়ি মগরাহাটে যাওয়ার স্মৃতিও ভাগ করে নেন তৃণমূল নেতা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের সরকারি হাসপাতালের মান ও পরিকাঠামো উন্নতির কথাও বলেন তিনি।

নবকলেবরে সজ্জিত নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে সবরকমের প্যাথলজি, ডায়াগনেস্টিক, মেডিসিন, অরথোপেডিক, গাইনোকলজি পরিষেবা দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যেই সিটি স্ক্যান চালু হতে চলেছে। দ্রুত হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। চিকিৎসক অভিষেক দাস জানান, দক্ষিণ ২৪ পরগনার গোচরণ-সহ আশপাশের গ্রামের মানুষকে স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহরের মাল্টিস্পেশালিটি হাসপাতালের সব পরিষেবাই এখন থেকে মিলবে গোচরণে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...