Sunday, January 11, 2026

দক্ষিণ ২৪ পরগনার গোচরণে নবকলেবরে হাসপাতাল, চলবে স্বাস্থ্যসাথীও

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার গোচরণ এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে নবকলেবরে সেজে উঠল ১০০ শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল (North Point Multispecialty Hospital)। কলকাতা মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটালের (Kolkata Medical Centre & Hospital) সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের উদ্যোগে নতুন রূপে সজ্জিত এই হাসপাতালের মূল উদ্দেশ্য স্বল্প খরচে মানুষকে পরিষেবা দেওয়া। মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধাও। খুব দ্রুত ডায়ালিসিস ব্যবস্থা চালু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), ডাক্তার অভিষেক দাস-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, অ্যাডমিনে ডিপার্টমেন্টের লোকেরাও।

রবিবার নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)সব ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি বলেন, গোচরণ এলাকার মানুষকে ভালো রাখতে সঠিক মানের স্বাস্থ্য পরিষেবা দিতে কলকাতা মেডিক্যাল সেন্টারের সহযোগিতায় ডাক্তার অভিষেক দাসের (Abhishek das)সহানুভূতিশীল ভাবনা আর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। একজন ডাক্তার এবং তাঁর টিম কলকাতার পাশাপাশি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে চাইছেন এটা অত্যন্ত ইতিবাচক মানসিকতা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের গ্রেড অনুযায়ী চিকিৎসা করা যাবে বলেও জানান কুণাল। এদিন ব্যক্তিগত অনুভুতির কথা শেয়ার করে এই এলাকা দিয়ে তাঁর দেশের বাড়ি মগরাহাটে যাওয়ার স্মৃতিও ভাগ করে নেন তৃণমূল নেতা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের সরকারি হাসপাতালের মান ও পরিকাঠামো উন্নতির কথাও বলেন তিনি।

নবকলেবরে সজ্জিত নর্থ পয়েন্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালে সবরকমের প্যাথলজি, ডায়াগনেস্টিক, মেডিসিন, অরথোপেডিক, গাইনোকলজি পরিষেবা দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যেই সিটি স্ক্যান চালু হতে চলেছে। দ্রুত হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। চিকিৎসক অভিষেক দাস জানান, দক্ষিণ ২৪ পরগনার গোচরণ-সহ আশপাশের গ্রামের মানুষকে স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহরের মাল্টিস্পেশালিটি হাসপাতালের সব পরিষেবাই এখন থেকে মিলবে গোচরণে।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...