Thursday, December 4, 2025

আজ মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান, সম্মান ফেরানোর লড়াইয়ে অস্কার

Date:

Share post:

আজ আইএসএল-এ মিনি ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মহামেডান স্পোর্টিং ক্লাব। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ময়দানের দুই বড় ক্লাব আইএসএলে মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টায়। সুপার সিক্সের রাস্তা কার্যত বন্ধ ইস্টবেঙ্গলের। অন্যদিকে, মহামেডান শেষ তিন ম্যাচে ১০ গোল হজম করে লিগের ‘লাস্ট বয়’ হিসেবে জাঁকিয়ে বসেছে। এই পরিস্থিতিতে রবিবার যুবভারতীর মিনি ডার্বিতে ১১ বনাম ১৩-র লড়াই।

শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে কর্তা, ফুটবলারদের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকদের একটা অংশ। মহামেডান দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বললেন,‘‘সমর্থকদের ক্ষোভ প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমরা ভাল খেলতে পারছি না। কোচ হিসেবে আমি আগের ম্যাচের পারফরম্যান্সে লজ্জিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। বুঝতে হবে, এভাবে যখন হারছি তখন ইস্টবেঙ্গল ক্লাবে থাকার যোগ্য নই আমরা। এই ক্লাব কখনও শেষ স্থানের জন্য লড়াই করতে পারে না। সমর্থকরা যন্ত্রণার বহিঃপ্রকাশ দেখাচ্ছে মানে, আমরা নিজেদের কাজটা করছি না। এই সমালোচনা আমাদের মেনে নিতে হবে। তবে এটা চাপ নয়, বরং আমাদের কাছে অনুপ্রেরণা।” অস্কার আরও বলেন, ‘‘আমরা এখন সম্মান ফেরানোর লড়াই করছি। দলের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। মহামেডানও সমস্যার মধ্যে রয়েছে। তবে আমরা নিজেদের নিয়েই ভাবছি।

এদিকে চোট সমস্যায় রিচার্ড সেলিস, সাউল ক্রেসপো, জিকসন সিংকে এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। চোটের কারণে নাওরেম মহেশও শনিবার অনুশীলন করেননি। কার্ড সমস্যায় নেই লালচুংনুঙ্গা। মহামেডান চমক দিতে চায় ইস্টবেঙ্গলকে হারিয়ে। সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদার আইএসএলে অভিষেক হতে পারে সাদা-কালো জার্সিতে। কোচ মেহরাজউদ্দিন বললেন, ‘‘আশা করি, ইস্টবেঙ্গল ম্যাচে অন্য মহামেডানকে দেখা যাবে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

শারীরিক প্রতিবদ্ধকতাকে হারিয়ে সফল দাবা প্রশিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন যুধাজিৎ

শারীরিক প্রতিবদ্ধকতাকে হেলায় হারাচ্ছেন মগাজাস্ত্রের চালে। দৃষ্টিহীন হয়েও দাবার প্রতি ভালোবাসা কমেনি উত্তরপাড়ার যুধাজিৎ দে-র(Judhajit Dey )।  নিজে...

ভাঙন রোধে ১৫০০ কোটির পরিকল্পনায় ভ্রুক্ষেপ নেই, হয়নি ড্রেজিং: কেন্দ্রকে ফের দুষলেন মুখ্যমন্ত্রী

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...