Monday, August 25, 2025

মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ: বিধানসভায় প্রথম বক্তৃতা ৯ তৃণমূল বিধায়কের

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কঠোর নির্দেশ আর পরিষদীয় নেতৃত্বের তৎপরতার পর বিধানসভায় (Assembly) তুমুল সক্রিয়  সরকারপক্ষের বিধায়করা। এদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনার প্রথমদিনে মোট ২৪ জন বক্তা অংশ নেন। এর মধ্যে ১৪ জনই সরকারপক্ষের। এছাড়াও এমন ৯ জন তৃণমূল বিধায়ক (TMC MLA) সোমবার বক্তব্য রাখেন, যাঁদের অতীতে কখনও বিধানসভায় বক্তৃতা দিতে দেখা যায়নি। এঁদের মধ্যে কয়েকজন সদ্য জয়ী বিধায়কও যেমন রয়েছেন, তেমন রয়েছেন অনেক পুরনো বিধায়কও।

নৈহাটির সনৎ দে, তালডাংড়ার ফাল্গুনী সিংহ বাবু, মধুপর্ণা ঠাকুর, করবী মান্না, অরিন্দম গুঁই এবং বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে জিতে আসা মুকুটমণি অধিকারী সোমবার প্রথম বক্তব্য রাখেন। এছাড়াও প্রথম বক্তার তালিকায় ছিলেন, শেখ রবিউল ইসলাম, সঙ্গীতা রায় এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। খোদ পরিষদীয় মন্ত্রী শোভনের চট্টোপাধ্যায় নতুন বিধায়কদের (TMC MLA) কাছে গিয়ে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁদের তালিম দিতে মাঠে নামতে দেখা যায় মানস ভুঁইয়ার মতো সংসদীয় রাজনীতিতে পোড় খাওয়া বক্তাদের।

সম্প্রতি পরিষদীয় দলের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী নীরব বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও দলীয় সূত্রে শোনা যাচ্ছিল। তৃণমূলের পরিষদীয় দলের তরফেও সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছিল। তারই ফল স্বরূপ এই সক্রিয়তা বলে মনে করা হচ্ছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version