Thursday, January 15, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বহু মানুষ

Date:

Share post:

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সোমবার ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয় নয়াদিল্লি- সহ সংলগ্ন অঞ্চল ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ- কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দিল্লীবাসীরা জানিয়েছেন, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দ শোনা গিয়েছিল। তাদের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। অগভীর ভূমিকম্প, ভূপৃষ্ঠ থেকে ৫ বা ১০ কিমি নীচে উৎপন্ন হয়, ভূপৃষ্ঠের গভীরে উৎপন্ন হওয়া ভূমিকম্পের চেয়ে এটি বেশি ক্ষতি করে।

ভূমিকম্পের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে শান্ত থাকার ও নিরাপত্তা-সতর্কতা অনুসরণ করার এবং “সম্ভাব্য আফটারশক”-এর জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির উপর গভীর নজর রাখছে।”

সাম্প্রতিক বছরগুলিতে, এই এলাকা ৪ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। ২০২২ সালে, দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় যে ভূকম্পন  অনুভূত হয় রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৪.১। ইউএস জিওলজিক্যাল সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে গত ১০ বছরে ৫ মাত্রার বেশি ভূমিকম্প হয়নি।

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...