Tuesday, November 4, 2025

রাজ্য সম্মেলনে দলের অভ্যন্তরের ‘বিদ্রোহ’! আশঙ্কা থেকে আসরে বিমান

Date:

উত্তর ২৪ পরগনার ছায়া যেন হুগলিতে না পড়ে। সতর্ক CPIM। আশঙ্কায় শেষে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) আসরে নামল আলিমুদ্দিন স্ট্রিট। ডানকুনিতে ২৭ তম রাজ্য সম্মেলনের আগে দলের ফেসবুক পেয়ে পোস্টে বিমান লেখেন, ডানকুনিতে সম্মেলন পার্টির নিয়মনীতি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই প্রত্যাশা করেন।

উত্তর ২৪ পরগনার সিপিআইএম কর্মীদের অপছন্দের কারণ হয়ে দাঁড়ানো বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে (Mrinal Chakraborty) আবারও জেলা সম্পাদক করার পরিকল্পনা করে ফেলেছিল রাজ্য কমিটি। শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়া নেতৃত্বকে মেনে না নিতে অনড় কর্মীদের চাপে এবারের জেলা কমিটি থেকেই বাদ পড়ে গেলেন সেই বিদায়ী জেলা সম্পাদক। ভোটাভুটিতে সবথেকে কম ভোট পান তিনি। জেলা স্তর থেকে নিজেদেরই কর্মীদের প্রতিরোধের মুখে সিপিআইএম নেতৃত্ব। রাজ্য নেতৃত্ব, এমনকি পলিটব্যুরো সদস্যদের অনুরোধেও কাজ হয়নি। রাজ্য সম্মেলনেও কি দলীয় কোন্দল ভোটাভুটিতে গড়াবে? আশঙ্কায় কি ভুগছেন খোদ বামফ্রন্টের চেয়ারম্যান! ২৭ তম রাজ্য সম্মেলনের আগে দলের ফেসবুক পেজে বিমান বসুর (Biman Basu) পোস্টে তেমনই জল্পনা।

দলের ফেসবুক পেজে বিমান লেখেন,
“ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র ২৭ তম ডানকুনি সম্মেলন পার্টির নিয়মনীতি মান্য করে গঠনমূলক আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করে জেলায় জেলায় পার্টির শক্তিকে সংহত করে প্রসারিত করবে প্রত্যাশা করছি। প্রত্যাশা করছি সিপিআই (এম)’র শক্তি বৃদ্ধি করে সত্যিকারের বামপন্থীদের যুক্ত আন্দোলনকে প্রসারিত করতে ২৭তম সম্মেলন সফল হবে। তৃণমূল-বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক শক্তির উন্মেষ ঘটাতে আমরা সহ অন্য বামপন্থীদের গভীর আত্মজিজ্ঞাসার মুখোমুখি হয়ে সঠিক বোঝাপড়ায় পৌঁছাতেই হবে। এই কঠিন এবং জটিল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নতুনভাবে আমাদের শক্তির বিন্যাস ঘটাতেই হবে।”

আরও খবর: ‘বাসন্তী’কে বিয়ে করতে চেয়ে মোবাইল টাওয়ারের মাথায় ইংরেজবাজারের ‘বীরু’

২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন। ডানকুনিতে চারদিনের সম্মেলন শেষে ২৫ তারিখ প্রকাশ্য সমাবেশ। দলের অভ্যন্তরের ‘বিদ্রোহ’-র আঁচ ছড়াতে পারে রাজ্য সম্মেলনেও। সেই আশঙ্কা থেকেই বর্ষীয়ান বিমান বসুকে দিয়েই পোস্ট করা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version