Wednesday, August 27, 2025

নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

Date:

একতার নাম তৃণমূল কংগ্রেস। মানুষের পাশে থাকা এই দলের নীতি। তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করেছে বারে বারেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, কোনও মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে দল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে তুফানগঞ্জ পুরসভার সমস্যাও সমাধান হয়েছে। দলের নির্দেশে চেয়ারপার্সন আছেন কৃষ্ণা ইশোরই। রবিবার একতার বার্তা দিয়ে এবং এলাকাবাসীদের সমস্যা সমাধানে চেয়ারপার্সনের নেতৃত্বে হল জনসংযোগ মিছিল।

এদিনের কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলরই প্রায় উপস্থিত ছিলেন। তাতে ফের স্থানীয় কাউন্সিলরদের ঐক্যের ছবি ফিরেছে বাসিন্দাদের মধ্যে, এমন আলোচনা হচ্ছে স্থানীয় রাজনৈতিক মহলের অনেকের মধ্যে। আগামী বিধানসভায় তুফানগঞ্জ আসন জিততে জোর দিচ্ছে তৃণমূল। সে বিষয়টি আগেই জানান দলীয় নেতৃত্ব। জানা গিয়েছে, আজ সকালে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তথা তুফানগঞ্জ শহরের কলেজ এলাকা থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পুরসভা মোড় হয়ে তুফানগঞ্জ প্রাণকেন্দ্র বাজার পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন তিনি। উৎসাহী মানুষের ভিড় ছিল। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে। তুফানগঞ্জ পুরসভার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন সকলে। জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জে মদনমোহন মন্দিরে কীর্তনের আসরেও যান জেলা সভাপতি।

আরও পড়ুন- বাংলার বাড়ি: কতটা হয়েছে প্রকল্পের কাজ? খতিয়ে দেখতে প্রশাসনকে নজরদারি বৃদ্ধির নির্দেশ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version