Friday, December 19, 2025

উজ্জ্বলা যোজনায় বঞ্চিত বাংলার ১৪ লক্ষ আবেদনকারী! প্রকাশ কেন্দ্রের রিপোর্টে

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মিথ্যাচার ফের ফাঁস হয়ে গেল। বাংলাকে বঞ্চনার তালিকায় নতুন সংযোজন হল উজ্জ্বলা যোজনার (Ujjawala Yojana)। কেন্দ্র সরকার ও বিজেপির সংকীর্ণ রাজনীতির কারণে বঞ্চিত বাংলার ১৪ লক্ষ আবেদনকারী। খোদ পেট্রোলিয়াম মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas) সংসদে স্বীকার করে নিয়েছে, রাজ্য সরকারকে বাদ রেখেই কমিটি গঠন হয়েছিল বাংলায়। মন্ত্রকের এই কথাতে স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রীর মিথ্যাচার।

প্রধানমন্ত্রী ২০২৪ নির্বাচনের আগে প্রচারে এসে ফলাও করে বলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন। তাঁরই মন্ত্রিসভার সদস্যের মন্তব্যে স্পষ্ট, মোদি ভুল। কারণ রাজ্যকে বাদ রেখেই যদি কমিটি তৈরি হয় মুখ্যমন্ত্রী বাধ সাধবেন কী করে? অর্থাৎ মোদি মিথ্যাচার করেছেন। উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) বাস্তবায়নেও ১০০ দিনের (MGNREGA) কাজ বা আবাসের মতো রাজনীতির শিকার হয়েছে বাংলা। বঞ্চনা করা হয়েছে বাংলার মানুষের সঙ্গে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ৭৫ লক্ষ পরিবারকে বিনা পয়সায় গ্যাস (LPG cylinder) সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্র। প্রতিটি জেলায় একটি করে ‘উজ্জ্বলা কমিটি’ গঠন করতে হবে। গ্যাস কারা পাবেন বা কারা পাওয়ার যোগ্য নন, তা ঠিক করতে তৈরি করা হয় জেলাস্তরের কমিটি। সেই কমিটিতে রাজ্যের প্রতিনিধি রাখা হলেও, তাদের কাজ স্রেফ সই করা। কেন্দ্রের ‘প্রভাবশালী’দের (influencial) হাতেই থাকে সব চাবিকাঠি। ২০২৪-এর ২৯ জানুয়ারি নতুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দেয়, রাজ্যের প্রতিনিধি না রেখেই জেলায় জেলায় উজ্জ্বলা কমিটি গঠন করতে হবে। এই নোংরা রাজনীতি খেলা খেলতে গিয়েই উজ্জ্বলা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু গরিব মানুষ।

মোট ৭৫ লক্ষের মধ্যে বাংলায় উজ্জ্বলা যোজনায় ১৪ লক্ষ আবেদন (application) জমা পড়ে। বর্তমানে পুরো প্রক্রিয়াটিই ঠান্ডা ঘরে। কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়েই ‘চ্যাপ্টার ক্লোজ’ (closed chapter) করে দিয়েছে। বাংলা বঞ্চিত রেখেই কেন্দ্র টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। পেট্রোলিয়াম সংস্থাগুলিকে তারা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, বাংলাকে নিয়ে আর না ভাবলেও চলবে। ফলে বঞ্চনার তালিকায় নতুন সংযোজিত হয়েছে উজ্জ্বলা যোজনা।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...