হাতে আর মাত্র একদিন। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। আর এই ম্যাচের ফের অশান্তি ভারতীয় দলের ড্রেসিংরুমে। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে নাকি খুশি নন উইকেটরক্ষক ঋষভ পন্থ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া দুই উইকেটরক্ষক রেখেছে। একজন কে এল রাহুল এবং অন্যজন হলেন ঋষভ পন্থ। তবে জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সুযোগ রয়েছে রাহুলের সামনেই। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উইকেটের পিছনে ছিলেন তিনি। এমনকি গম্ভীরও পরিষ্কার করে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ থাকবে রাহুলেরই সামনে। যদি কোনও কারণে রাহুল খেলতে না পারেন তবেই পন্থের জায়গা হবে। আর সূত্রের খবর, এটাই মানতে পারছেন না পন্থ। দুর্ঘটনার পর টেস্ট ও টি-২০ দলে জায়গা করতে পারলেও একদিনের দলে তেমন সুযোগ পাননি পন্থ। মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি।
সূত্রের খবর, সুযোগ না পেয়ে যেভাবে তাঁকে বাদ রাখা হচ্ছে, তাতেই আপত্তি রয়েছে পন্থের। জানা যাচ্ছে, পন্থ চেয়েছিলেন, কয়েকটি ম্যাচ খেলতে। রান না করতে পারলে যদি তাঁকে বাইরে রাখা হত তাহলে কিছু বলার ছিল না তাঁর। কিন্তু এ ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি তিনি। অন্য দিকে রাহুল ব্যর্থ হলেও তাঁকে টানা খেলানো হয়েছে। সূত্রের খবর, সতীর্থদের কারও সঙ্গে নাকি এই বিষয়ে কথাও বলেছেন পন্থ।
আরও পড়ুন-ডার্বিতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল ২-১ গোলে
–
–
–
–
–
–
–
–