প্রায় আড়াই বছর জেলে থাকার পরেও কেন জামিন পাবেন না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুবীরেশ ভট্টাচার্যর তরফে দায়ের করা জামিনের আর্জিতে এই প্রশ্ন করেছেন শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দ্রেশের নেতৃত্বাধীন বেঞ্চ। এখানেই থেমে না গিয়েভনোটিস জারি করে সিবিআই-র জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, প্রায় তিন বছর আগে ২০২২ এর সেপ্টেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । এর পরে বিভিন্ন আদালতে জামিনের আর্জি জানিয়ে কোনও সুরাহা না মেলায় তিনি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার সুবীরেশ ভট্টাচার্যের তরফে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবীরা সুপ্রিম কোর্টে যুক্তি দেন, দু’বছর পাঁচ মাস জেলে আছেন এই অভিযুক্ত । এই সময়ের মধ্যে একই মামলায় অভিযুক্ত অন্যান্য বেশ কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। এর পরেই সুপ্রিম কোর্টর বিচারপতিরা সিবিআই-র বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছেন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের অশান্তি ভারতীয় ড্রেসিংরুমে, কোচের সিদ্ধান্ত মানতে পারছেন না এই ক্রিকেটার
_
_
_
_
_
_
_
_