Sunday, August 24, 2025

ডার্বিতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল ২-১ গোলে

Date:

অবশেষে ডার্বি জয় ইস্টবেঙ্গলের। এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের বড় ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন শ্যামল বেসরা এবং আরোমল পি। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন পাসাং দোরজি তামাং। তবে এদিন এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত সবুজ-মেরুন। পেনাল্টি মিস করে তারা। চলতি মরশুমে সিনিয়র দল হোক বা বয়সভিত্তিক দল, সব স্তরের ডার্বিতেই কার্যত একাধিপত্য দেখিয়েছে সবুজ-মেরুন শিবির। তবে এদিন এই জয়ের ফলে ডার্বিতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় সবুজ-মেরুন। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। সুযোগ হাতছাড়া করে তারা। এরপর ম্যাচে আক্রমণের দাপট দেখায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৩৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন আরোমল পি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচে দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। যার ফলে ৭২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল শ্যামল বেসরার। রক্ষণের ভুলে গোল হজম করতে হয় সবুজ-মেরুন শিবিরকে। মিনিট পাঁচেক বাদেই অবশ্য একটি গোল শোধ করে মোহনবাগান। বাগানের হয়ে ব্যবধান কমান পাসাং দোরজি তামাং। তবে এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান কমাতে পারেনি সবুজ-মেরুন।

আরও পড়ুন- কেন ভারতের জার্সিতে পাকিস্তানের নাম? ক্ষুব্ধ নেটিজেনদের এক অংশ

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version