Monday, August 25, 2025

১) হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তারই মাঝে দেখা দিয়েছে বিতর্ক। এদিন সকালে একটি ভিডিও ছড়িয়ে পরে, তাতে দেখা যায় করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা বাদ দিয়ে উড়ছে অংশগ্রহণকারী সব দেশের পতাকা। এরপরই দেখা দেয় নতুন বিতর্ক। যদিও এই নিয়ে মুখ খুলেছে পাকিস্তান।

২) ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। তবুও খুলছে ভারতীয় দলের দরজা। যার কথা বলা হচ্ছে। তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন অজিঙ্কে রাহানে। ভারতীয় দল থেকে বাদ পড়লেও, ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন তিনি। তুবও খুলছে টিম ইন্ডিয়ার দরজা। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহানে নিজেই। বললেন, আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এবার রঞ্জিট্রফিতে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহানের রান ৪৩৭।

৩) আগামী ২২ ফেব্রুয়ারি, শনিবার হতে চলেছে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। এদিন এমনটাই জানান হয় মোহনবাগানের পক্ষ থেকে। গত ১৫ ফেব্রুয়ারি ছিল এই মিটিং হওয়ার কথা । তবে সচিব অসুস্থ থাকায় বৈঠক স্থগিত রাখা হয়। সেসময় জানান হয়েছিল জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনক্ষণ। অবশেষে এদিন জানিয়ে দেওয়া হল আগামি ২২ ফেব্রুয়ারি এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে।

৪) অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায় ৩-১ গোলে। এই জয়ে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষের দলের প্রশংসায় মাতলেন তিনি। তবে বিপক্ষ দলের প্রশংসা করতে ভোলেননি লাল-হলুদ কোচ।

৫) হাতে আর মাত্র কয়েকদিন । তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। আর ট্রফি নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট কোহলি। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ খেলে ৮৮.১৬ গড়ে কোহলির সংগ্রহ ৫২৯ রান। যদি এই টুর্নামেন্টে ২৬৩ রান করতে পারেন কোহলি , তাহলেই গড়বেন নতুন রেকর্ড।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিতর্ক, করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা, মুখ খুলল পাকিস্তান

 

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version