Wednesday, December 3, 2025

প্রবল শিলাবৃষ্টি ঝাড়গ্রামের সাঁকরাইলে! ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

মঙ্গলবার হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক। ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল বুধ ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা।

মঙ্গলবার বিকেল থেকে ঝাড়গ্রামের আকাশ ছিল মেঘলা, সন্ধা নামার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম জেলার আকাশ অন্ধকারে ঢেকে যায়, শুরু হয় ঝড় সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বনপুরা, রোহিনী, ডাহি, নেগূড়িয়া এলাকায় ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় গাছের ডাল রাস্তার উপর বিদ্যুৎ লাইনের উপর ভেঙে পড়ায় গোটা এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। শিলাবৃষ্টিতে সাঁকরাইল ব্লকের রোহিণী, বনপুরা, ডাহি, নেগুড়িয়া সহ বিভিন্ন গ্রামের ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে।

এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর দুই ব্লক সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে ঝড়ের দাপট ছিল কম, শিলা বৃষ্টি হয়নি। ঝড় ও শিলাবৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হয়েছে সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রাম বলে জানান সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তিনি বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি, তবে তিনি বনপুরা সহ কয়েকটি গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি আরও বলেন যে বিষয়টি বিডিওকে জানানো হয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত মানুষের পাশে সাঁকরাইল ব্লক প্রশাসন রয়েছে।

আরও পড়ুন- চা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গড়ল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...