Thursday, August 28, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ, ফিরতে হল প্রেসিডেন্সি জেলেই

Date:

শেষ পর্যন্ত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Case) গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ফের নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে। হাসপাতালের (Hospital) তরফে জানানো হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালের তরফে তার মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়।

গত ২০ জানুয়ারি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আদালতে পিটিশন জমা করেছিলেন পার্থ। আবেদনে তিনি জানান, এসএসকেএমে (SSKM) চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারছেন না তিনি। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হোক। এরপরই পার্থর শারীরিক অবস্থা জানতে চায় আদালত। রিপোর্ট খতিয়ে দেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর অনুমতি দিয়েছিল আদালত।

তবে শর্ত ছিল, চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে পার্থকেই। ২৮ জানুয়ারি এসএসকেএম থেকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ১৪ ফেব্রুয়ারি আদালতে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ। কলকাতার বিচার ভবনে চিকিৎসক বিচারককে পার্থর সুস্থতার কথা জানান। এরপর এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ।

উল্লেখ্য, জেলে থাকাকালীন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর।বাইপাসের ধারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসা চলে।

আরও পড়ুন- বিধানসভায় ‘বরাতি’ সেজে নাটক বিজেপির! বাংলার সংস্কৃতি নয়: মত নেটিজেনদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version