Tuesday, November 11, 2025

সুর নরম বোর্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে তাদের পরিবার

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে তাঁদের পরিবার। এমনটাই সূত্রের খবর। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, একাধিক কড়ে নিয়ম আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন না তাদের পরিবার। তবে সূত্রের খবর, সুর নরম করেছে বিসিসিআই। ক্রিকেটারদের কাছে যেতে পারবে পরিবার। তবে রয়েছে একটি শর্ত।

অজি সফরে ব্যর্থতার পর নানা বিষয়ে কড়া ব্যবস্থান নিয়েছে বিসিসিআই। দশদফা ‘ফতোয়া’ জারি করা হয়। তারমধ্যে অন্যতম ছিল স্ত্রী-পরিবার নিয়ে বিদেশ সফরে না যাওয়ার বিষয়টি। যেখানে বলা হয়, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এক্ষেত্রে সে নিয়মে চ্যাম্পিয়ন্স ট্রফির সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারেনি তাদের পরিবার। এ ক্ষেত্রে যে হেতু এই প্রতিযোগিতার দিন অনেক কম, তাই বিসিসিআই জানিয়ে ছিল পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা।

তবে সূত্রের খবর এই নিয়ে এবার সুর নরম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি পাবেন ভারতীয় ক্রিকেটারদের পরিবার। তবে সেটা কোন ম্যাচ, তা পরিষ্কার করে জানানো হয়নি। কোন ম্যাচে তাঁরা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তার পর বোর্ড অনুমতি দেবে।

সম্প্রতি এক সিনিয়র ক্রিকেটারও দুবাইয়ে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সেটা অবশ্য সেটা নাকচ হয়ে যায়।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...
Exit mobile version