Saturday, August 23, 2025

সুর নরম বোর্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে তাদের পরিবার

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে তাঁদের পরিবার। এমনটাই সূত্রের খবর। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, একাধিক কড়ে নিয়ম আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন না তাদের পরিবার। তবে সূত্রের খবর, সুর নরম করেছে বিসিসিআই। ক্রিকেটারদের কাছে যেতে পারবে পরিবার। তবে রয়েছে একটি শর্ত।

অজি সফরে ব্যর্থতার পর নানা বিষয়ে কড়া ব্যবস্থান নিয়েছে বিসিসিআই। দশদফা ‘ফতোয়া’ জারি করা হয়। তারমধ্যে অন্যতম ছিল স্ত্রী-পরিবার নিয়ে বিদেশ সফরে না যাওয়ার বিষয়টি। যেখানে বলা হয়, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এক্ষেত্রে সে নিয়মে চ্যাম্পিয়ন্স ট্রফির সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারেনি তাদের পরিবার। এ ক্ষেত্রে যে হেতু এই প্রতিযোগিতার দিন অনেক কম, তাই বিসিসিআই জানিয়ে ছিল পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা।

তবে সূত্রের খবর এই নিয়ে এবার সুর নরম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি পাবেন ভারতীয় ক্রিকেটারদের পরিবার। তবে সেটা কোন ম্যাচ, তা পরিষ্কার করে জানানো হয়নি। কোন ম্যাচে তাঁরা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তার পর বোর্ড অনুমতি দেবে।

সম্প্রতি এক সিনিয়র ক্রিকেটারও দুবাইয়ে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সেটা অবশ্য সেটা নাকচ হয়ে যায়।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version