Friday, November 14, 2025

সাইবার ফাঁদ থেকে বাঁচাবে বাড়ির খুদেরা, শেখালেন খোদ পুলিশ কমিশনার

Date:

বারবার শহরে সাইবার প্রতারণার শিকার একের পর এক মানুষ। সেখানে যেমন অসেচতনা রয়েছে, তেমনই রয়েছে অজ্ঞতা। বর্তমান সমাজে মোবাইল (mobile) বা ইলেক্ট্রনিক যন্ত্রে অবাধ গতি স্কুল পড়ুয়া খুদেদের। সেই খুদেরাই যাতে পরিবারের বড়দের সাইবার প্রতারণা নিয়ে সচেতন করতে পারে, তার জন্য স্কুলে পৌঁছে গেলেন খোদ কলকাতার নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP)। সিপির সঙ্গে প্রশ্নোত্তরে বউবাজার সেন্ট স্টিফেন্সের স্কুল (St. Stephens School) পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে।

বুধবার বউবাজারের (Bowbajar) সেন্ট স্টেফেন্স স্কুলে সামাজিক সচেতনতামূলক একটি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP) পড়ুয়াদের উদ্দেশে বলেন, কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে (link) কখনও ক্লিক (click) কোরো না। এটি হতে পারে একটি ফাঁদ, যা তোমার ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরির কারণ হতে পারে। এই সংক্রান্ত আরও বেশ কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরেন তিনি।

এই আলোচনা স্কুল পড়ুয়াদের জন্য অত্যন্ত উপযোগী বলেই দাবি করেন স্কুল কর্তৃপক্ষ। শহরের নিরাপত্তার শীর্ষে থাকা আধিকারিকদের থেকে পড়ুয়ারা আইন ও নিরাপত্তার অনেক বিস্তারিত জ্ঞান পেতে পারে। নগরপালের বক্তব্যের শেষে সেন্ট স্টেফেন্সের পড়ুয়ারা আলোচনার উপর নিজেদের বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন। একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এর ফলে সেশনটিকে আরও তথ্যবহুল ও চিন্তাশীল করে তোলে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version