Tuesday, November 4, 2025

ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে আরও তিনটি ব্লক: বিধানসভায় জানালেন সেচমন্ত্রী মানস

Date:

পশ্চিম মেদিনীপুরের আরও তিনটি ব্লক, চন্দ্রকোনা ১ ও ২ এবং কেশপুর ব্লককে ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে। বুধবার, বিধানসভায় একথা জানিয়েছেন সেচমন্ত্রী (Irrigation Minister) মানস ভুঁইয়া (Manas Bhuiya)। তিনি জানান, ঘাটাল পুরসভা, ঘাটাল গ্রামীণ, দাসপুর ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক-১, পাঁশকুড়া পুরসভা আগেই মাস্টার প্ল্যানের অংশ ছিল। এ বার আরও তিনটি ব্লককে যুক্ত করা হল। তবে ষড়যন্ত্র করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সেচমন্ত্রী।

তবে মানস (Manas Bhuiya) স্পষ্ট ভাবে জানিয়েছেন, মাস্টার প্ল্যানের কাজ হবেই, কেউ আটকাতে পারবে না। যাঁরা মিছিল করছে, তাণরা মিছিল করতেই পারেন।

রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর পরেই প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি জমি প্রয়োজন হয়, তা হলে বাজারমূল্যের থেকে বেশি দামে জমি কিনে নেওয়া হবে। তা সত্ত্বেও ওই প্রকল্পের খাল খনন সহ কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয়দের একাংশ বিক্ষোভে নেমেছে। এমত অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের বোঝাতে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ছাপানো হচ্ছে মাস্টার প্ল্যানের সুবিধার লিফলেটও। গ্রাম থেকে শহর বাড়ি বাড়ি লিফলেট নিয়ে গিয়ে কমিটির সদস্যরা তাঁদের বুঝিয়ে সুজিয়ে প্রকল্পের জন্য রাজি করাবেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version