Friday, November 7, 2025

ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে আরও তিনটি ব্লক: বিধানসভায় জানালেন সেচমন্ত্রী মানস

Date:

পশ্চিম মেদিনীপুরের আরও তিনটি ব্লক, চন্দ্রকোনা ১ ও ২ এবং কেশপুর ব্লককে ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে। বুধবার, বিধানসভায় একথা জানিয়েছেন সেচমন্ত্রী (Irrigation Minister) মানস ভুঁইয়া (Manas Bhuiya)। তিনি জানান, ঘাটাল পুরসভা, ঘাটাল গ্রামীণ, দাসপুর ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক-১, পাঁশকুড়া পুরসভা আগেই মাস্টার প্ল্যানের অংশ ছিল। এ বার আরও তিনটি ব্লককে যুক্ত করা হল। তবে ষড়যন্ত্র করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সেচমন্ত্রী।

তবে মানস (Manas Bhuiya) স্পষ্ট ভাবে জানিয়েছেন, মাস্টার প্ল্যানের কাজ হবেই, কেউ আটকাতে পারবে না। যাঁরা মিছিল করছে, তাণরা মিছিল করতেই পারেন।

রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর পরেই প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি জমি প্রয়োজন হয়, তা হলে বাজারমূল্যের থেকে বেশি দামে জমি কিনে নেওয়া হবে। তা সত্ত্বেও ওই প্রকল্পের খাল খনন সহ কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয়দের একাংশ বিক্ষোভে নেমেছে। এমত অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের বোঝাতে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ছাপানো হচ্ছে মাস্টার প্ল্যানের সুবিধার লিফলেটও। গ্রাম থেকে শহর বাড়ি বাড়ি লিফলেট নিয়ে গিয়ে কমিটির সদস্যরা তাঁদের বুঝিয়ে সুজিয়ে প্রকল্পের জন্য রাজি করাবেন।

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version