Sunday, November 9, 2025

সম্ভবত বড়তলাকাণ্ডই প্রথম! শিশু নির্যাতনে মৃত্যদণ্ড নিয়ে দাবি পুলিশ কমিশনারের

Date:

Share post:

বড়তলার ফুটপাথে নির্যাতিতা শিশুটি এখনও জীবিত। সে সুস্থ হয়ে উঠুক সেই কামনা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। একই সঙ্গে জানালেন, নির্যাতিতা জীবিত থাকার পরেও ফাঁসির সাজা সম্ভবত বড়তলাকাণ্ডই প্রথম। শিশু নির্যাতনের অপরাধে সোমবার রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কীভাবে দ্রুত তদন্ত করেছে পুলিশ-বুধবার সাংবাদিক বৈঠকে জানান পুলিশ কমিশনার মনোজ বর্মা।

গত ৩০ নভেম্বর বড়তলা থানায় শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাথবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টা পরে ওই ফুটপাথ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। তার পর গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ২৬ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। রাস্তার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। সিপি জানান, ঘটনার পর প্রথম দু’দিন তদন্ত এগিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল। বৃষ্টির ফলে রাস্তা ধুয়ে গিয়েছিল, ফলে প্রমাণ জোগাড় করতে বেগ পেতে হয়েছে তাঁদের। পরে কিছু ফুটেজ হাতে আসে পুলিশের, যা থেকে অভিযুক্তকে শনাক্ত করা হয়। শিশুটির শরীরে বেশ কিছু কামড়ের দাগ পাওয়া গিয়েছিল। সেগুলি অভিযুক্তের দাঁতের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এ ছাড়াও ডিএনএ নমুনা, রক্তের নমুনা মিলিয়ে দেখেন তদন্তকারীরা। সিপি বলেন, “যা তথ্যপ্রমাণ ছিল, তার উপর নির্ভর করে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয় রাজীব ঘোষকে। এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছিলাম আমরা। ২৮ দিনের মধ্যে চার্জশিট দিতে পেরেছি। ৭৯ দিনের মাথায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন।

এই ধরণের মামলায় যেখানে নির্যাতিতা এখনও বেঁচে আছে, সেখানে অতীতে ফাঁসির সাজার কোনও নজির নেই। আদালত এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা হিসেবে উল্লেখ করেছে। বিচারক জানিয়েছেন, যেভাবে সাত মাসের এক দুধের শিশুর উপর নির্মম অত্যাচার হয়েছে, সেখানে দোষীর বেঁচে থাকার কোনও অধিকার নেই। তাই পকসো আইনের ৬ নং ধারায় ফাঁসির সাজা দিয়েছেন নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক। ১০ লক্ষ টাকা জরিমানার কথা বলে হয়েছে। সেটা ওই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মনোজ বলেন, “সম্ভবত এটাই প্রথম কোনও ধর্ষণের ঘটনা, যেখানে নির্যাতিতা বেঁচে থাকা সত্ত্বেও দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুরোটাই তদন্তকারী আধিকারিক, ডিসি (উত্তর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ)-এর নেতৃত্বাধীন দলের কৃতিত্ব।“

আরও পড়ুন- জঙ্গি! ৪৮ ঘণ্টার মধ্যে প্রমাণ দিন, না হলে হাঁটু গেড়ে ক্ষমা চান: শুভেন্দুকে চ্যালেঞ্জ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...