সরকারি গোডাউন থেকে চুরি হয়ে গিয়েছিল প্রাথমিকের ২ লক্ষ বই। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।এবার ইসলামপুর প্রাইমারি স্কুলের বইচুরির সেই ঘটনার ২ বছর পর সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মাত্র দুজন এই ঘটনার পিছনে থাকতে পারে না। ওই চুরির ঘটনায় সিআইডি তদন্ত করবে। আর ১২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে নিম্ন আদালতে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বরে। ওই সময় উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরি হয়। যার দাম প্রায় ৩ কোটি টাকা। স্কুল পড়ুয়াদের জন্য ওইসব বই রাজ্য শিক্ষা দফতর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর তা বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয়। কিন্তু অভিযোগ, ঘটনার পর দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোয়নি। চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। তাই আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় আদালতে। উল্লেখ্য, বৃহস্পতিবার ফের আদালত বলেছে, “মাত্র দুজন এই চুরি করতে পারে না।” এই ঘটনায় ধৃত দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত।

আরও পড়ুন- স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে চিকিৎসা সরঞ্জাম দান KSCH – ভারত পেট্রোলিয়ামের

_

_

_

_

_

_

_

_
