২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৩ মার্চ মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। সিএসকের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এই টুর্নামেন্টের আগে একটা প্রশ্ন ঘোরাফেরা করে মাহি অনুরাগিদের মধ্যে। এটাই শেষ আইপিএল না তো মহেন্দ্র সিং ধোনির? আর এই নিয়ে মুখ খুললে মাহি নিজেই। জানালেন বাকি সময়টা তিনি বাচ্চাদের মতো খেলতে চান।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ধোনি বলেন, “ ২০১৯ সালে অবসর নিয়েছি। বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। যত দিন ক্রিকেট খেলতে পারব, আর যে ক’টা বছর পড়ে রয়েছে, সেই ক’দিন ক্রিকেট পুরোপুরি উপভোগ করে নিতে চাই। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেভাবে ক্রিকেট খেলতাম ঠিক সে ভাবেই খেলাটা উপভোগ করতে চাই। কলোনিতে থাকার সময় বিকেল চারটে থেকে খেলার সময় ছিল। প্রতিদিন ওই সময়টায় ক্রিকেট খেলতে যেতাম। আবহাওয়া ভাল না হলে ফুটবল খেলতাম। তখন যে সারল্য নিয়ে খেলতাম, এখনও সে ভাবেই খেলতে চাই। তবে কথাটা বলা সহজ, করা কঠিন।“

এখানেই না থেমে মাহি আরও বলেন, “ ক্রিকেটার হিসাবে আমি বরাবর দেশের হয়ে ভাল খেলার দিকে জোর দিয়েছি। আগেও বলেছি, সবাই দেশের হয়ে খেলার সুযোগ পায় না। ক্রিকেটার হিসাবে আমরা বড় মঞ্চে যা-ই করি না কেন বা যে দেশেই সফর করি না কেন, দেশের সম্মান অর্জন করাই আসল লক্ষ্য। আমার কাছে দেশ সবার আগে।“

২০১৯ সালে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিলেঈ, তারপর আইপিএলে প্রতি বারই খেলেছেন। প্রতি বারই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে, আর কত দিন খেলবেন। আর সেই উত্তর নিয়ে ফের একবার ধোঁয়াশা রাখলেন মাহি।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় রিয়ালের, ম্যানসিটিকে হারাল ৩-১ গোলে, হ্যাটট্রিক এমবাপের

–

–

–

–

–

–

–
–