আমেরিকার আকাশে মুখোমুখি দুই বিমানের সংঘর্ষ! মৃত ২, খোঁজ চলছে ব্ল্যাকবক্সের

ফিরল ওয়াশিংটন দুর্ঘটনার (Washington Air crash) স্মৃতি। ফের একবার মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। অ্যারিজোনার টাস্কন শহরের কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখনও ২ জনের মৃত্যুর খবর মিলেছে। চলছে উদ্ধার কাজ, পাইলটের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এক মাসের মধ্যে উত্তর আমেরিকায় চারটি বড় বিমান দুর্ঘটনায় উঠছে হাজার প্রশ্ন। অ্যারিজোনার যে অঞ্চলে বিমান পড়েছে সেখানে পৌঁছে ব্ল্যাকবক্স উদ্ধার করার যায় কিনা তা খতিয়ে দেখছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (American National Transportation Safety Board)। এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ অনুযায়ী যে কোনও বিমান নিজেদের উচ্চতা বজায় রাখে। ATC -এর (Air Traffic Control) ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।