Saturday, December 20, 2025

মহাকুম্ভে মহিলাদের স্নান করা-পোশাক বদলানোর ছবি-ভিডিও দেদার বিক্রি, তদন্তে পুলিশ

Date:

Share post:

শুধুমাত্র সাধু-সন্তরা নয়, সাধারণ মানুষও প্রতিদিন ভিড় জমাচ্ছেন গঙ্গা-যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে। সেই ভিড়ে মহিলাদের সংখ্যা নেহাত কম নয়। মহিলাদের স্নানের জন্য পৃথক ঘাট এবং পোশাক বদলানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তার পরও মহাকুম্ভে মহিলাদের স্নান করার বা পোশাক বদলানোর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, মহাকুম্ভে স্নান করার মতো আধ্যাত্মিক মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন কোণ থেকে গোপনে রেকর্ড করা হচ্ছে। তার পর শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

অভিযোগ, টেলিগ্রামে এই সব ছবি এবং ভিডিও বিক্রিও করা হচ্ছে। তার আগে ‘টিজার’ হিসাবে সেগুলির কিছু নির্বাচিত অংশ শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে পছন্দ হলে টেলিগ্রামে গিয়ে সম্পূর্ণ ভিডিয়ো দেখার সুযোগ রয়েছে। একটি-দু’টি নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঘাটে মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের ছবি-ভিডিয়োর বন্যা চলছে।আরও বলা হয়েছে, কিছু কিছু ফেসবুক পেজে ‘মহাকুম্ভ গঙ্গা স্নান প্রয়াগরাজ’-এর মতো ক্যাপশন দিয়ে ক্রমাগত মহিলাদের স্নানের ভিডিয়ো শেয়ার করা হচ্ছে।আরও বলা হয়েছে, সব ছবি ও ভিডিয়োই যে মহাকুম্ভ ২০২৫-এর, তা নয়। মহাকুম্ভ সম্পর্কিত ট্রেন্ডিং কিওয়ার্ড ব্যবহার করে বেশ কিছু পুরানো ছবি ভিডিয়োও পোস্ট করা হচ্ছে। সেগুলি প্রয়াগরাজের ভিডিয়ো নয়। অন্য কোনও নদীর তীরে মহিলাদের স্নান এবং পোশাক পরার ভিডিয়োও মহাকুম্ভের নামে শেয়ার করা হচ্ছে।

কেউ কেউ এই ধরণের আপত্তিকর ভিডিয়োগুলির ডেটা ব্যাঙ্ক পর্যন্ত তৈরি করে ফেলেছে। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে অর্থের বিনিময়ে সেই সব ছবি-ভিডিয়ো দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এর জন্য ‘গঙ্গা রিভার ওপেন বেদিং গ্রুপ’, ‘হিডেন বাথ ভিডিয়ো গ্রুপ’, ‘ওপেন বাথ ভিডিয়ো গ্রুপ’… এই ধরনের নামের বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে। ১,৯৯৯ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত খরচা করে এই গ্রুপগুলির অ্যাক্সেস পাওয়া যাচ্ছে।পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং আপত্তিকর ছবি ও ভিডিয়ো বিক্রি বা শেয়ার করার সঙ্গে যুক্ত চ্যানেলগুলির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

spot_img

Related articles

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...