দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন রেখা গুপ্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হল।তিনি হলেন দিল্লির নবম মুখ্যমন্ত্রী। বেলা সোওয়া ১২ টা নাগাদ শপথ নেন রেখা।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ জোটের শাসনাধীন সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। আজকের দিনটি বিজেপি ও রেখা গুপ্তার জন্য বিশেষভাবে অর্থপূর্ণ। রেখার শপথ গ্রহণের মাধ্যমে প্রায় ২৭ বছর পর দিল্লি সরকারের দায়িত্ব নিল মোদির ভারতীয় জনতা পার্টি।

রেখা গুপ্তা ‘তৃণমূল’ পর্যায় থেকে উঠে আসা নেত্রী।তিনি দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠানে কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। যার ফলে রেখা গুপ্তা জাতীয় রাজধানীর সমস্যাগুলো সম্পর্কে অবগত আছেন।শালিমার বাগ আসন থেকে নির্বাচিত রেখা দিল্লিতে বিজেপির মহিলা মোর্চার সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব ভূমিকায় তিনি নারী ও এ অঞ্চলের প্রান্তিক সম্প্রদায়গুলোর কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার মানুষ।একাধিক প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্মস্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছিল। ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলারাও আমন্ত্রিত ছিলেন।রেখার পাশাপাশি শপথ নিলেন মন্ত্রিসভার ছয় সদস্য। মন্ত্রী হিসাবে শপথ নিলেন, কেজরিওয়ালকে হারানো জাঠ নেতা প্রবেশ বর্মা। দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়, প্রাক্তন আপ মন্ত্রী কপিল মিশ্র, অমিত শাহ ঘনিষ্ঠ পঙ্কজকুমার সিং এবং রবীন্দ্র ইন্দ্রজ সিং এবং বিজেপির পাঞ্জাবী মুখ মনজিন্দর সিং সিরসা। রোহিণীর তিন বারের বিধায়ক বিজেন্দ্র গুপ্ত স্পিকার হিসাবে মনোনীত হয়েছেন।

–

–

–

–

–

–

–

–
