Friday, August 22, 2025

কৃষ্ণেন্দুনারায়ণকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকি! ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের

Date:

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krisnendu Narayan Chowdhury) ডি কোম্পানির (D Company) নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় (English Bazar) লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে (Mobile Phone) মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু (Krisnendu Narayan Chowdhury) সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

নিজের ফার্মহাউসে মন্দির তৈরি করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন, সকালে তিনি যখন সেখানে যাচ্ছিলেন, তখনই ১০টা ৪০ মিনিটে তাঁর মোবাইলে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোন কলের আগে মেসেজেও হুমকি এসেছিল। কিন্তু তিনি সেটা আগে দেখেননি বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। ফোন আসার পরে মেসেজ দেখেন। ফোনে হিন্দি ভাষায় কৃষ্ণেন্দুর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে।

তিনি কী আতঙ্কে? কৃষ্ণেন্দু জানান, ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু যেহেতু তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, সেই কারণেই তিনি সতর্ক। পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবে উদ্বেগজনক। বাংলার বিরোধী কোনও শক্তি নানা ধরনের কাণ্ডকারখানা করে আপত্তিকর কাজকর্ম করে। তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাজকর্মে প্রশাসন যা যা করার করবে।“

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version