শুক্রবারে কমলো সোনার দাম, বিয়ের মরশুমে মধ্যবিত্তের মুখে হাসি

ফাল্গুনের বিয়ের মরশুমে সস্তা হলো সোনা (Gold Price) , হাসি ফুটল মধ্যবিত্তের মুখে। গত কয়েকদিন ধরে সোনালী ধাতুর দাম ছিল উর্ধ্বমুখী। স্বাভাবিকভাবেই বিয়ের বাজারে সোনা কেনার ব্যাপারে চিন্তিত ছিলেন সাধারণ মানুষ। তবে শুক্রবারে কিছুটা হলেও কমলো হলুদ ধাতুর দাম।

এদিন ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হয়েছে ৮ হাজার ১৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬ হাজার ৬৮০ টাকা এবং ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৬ হাজার ৮৭৫ টাকা হয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে।চলতি বছরে মানে ২০২৫ সালের শেষ দিকেই দশগ্রাম সোনার দাম এক লক্ষ টাকা ছুঁয়ে যেতে পারে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।