Saturday, January 10, 2026

শাস্ত্রমতে ডুব হয়নি! বিরোধী দলনেতাকে আবার কুম্ভে গিয়ে ডুব দেওয়ার ‘পরামর্শ’ কুণালের

Date:

Share post:

বাংলার বিরোধী দলনেতা মহাকুম্ভে (Mahakumbh) গিয়ে ডুব দেওয়ার ছবি পোস্ট করলেন। আর তাতেই তাঁর চরম অশ্রদ্ধা ফুটে উঠল। কোটি কোটি মানুষ যে প্রয়াগের (Prayagraj) সঙ্গমে প্রতিদিন ডুব দিচ্ছেন, সেখানে পুরো ডুবই দিলেন না শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর ভিডিও পোস্ট দেখে অর্ধেক ডোবা নিয়ে কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।

মহাকুম্ভে দেরিতে হলেও গিয়ে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুণ্যস্নান শেষ হওয়ার আগে তিনি সেখানে পৌঁছালেও অর্ধেক ডুব দিয়েই কার্যত দায় সেরেছেন। ভিডিও দেখেই প্রমাণ হয়, তিনি ছবি তুলতেই বেশি আগ্রহী, ডুব দেওয়ার থেকে। একে মহাকুম্ভের অপমান দাবি করে কুণাল ঘোষ বলেন, হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গিয়েছেন, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনওভাবে ধরে এইভাবে নাক টিপে, কোনওভাবে মাথাটা ডুবিয়েছেন। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল ওর মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরও বড় অপমান। পুরো মাথাটাই ডোবায়নি। এই ডোবা তো অর্ধেক ডোবা।

যেভাবে পোশাকি হিন্দুত্বকে ভরসা করে বাংলায় ধর্মীয় অস্থিরতা তৈরিতে ব্যস্ত থাকেন বিরোধী দলনেতা, সেভাবেই তাঁর হিন্দুত্বের মুখোশ কুম্ভে ডুব দেওয়ার ছবিতেই খুলে পড়েছে। সেখানেই কুণালের কটাক্ষ, এটা তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা। পুরোটা ডুবল না। শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবালো। পাশাপাশি তিনি দাবি করেন, আরেকবার যাওয়া উচিত। যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আরেকবার গিয়ে পুরো ডুবতে হবে। এবং অন্য লোককে না দাঁড় করিয়ে। নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। অর্ধেক ডুবলে কুম্ভের অপমান। মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে।

মহাকুম্ভে পুণ্য অর্জনের জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন প্রয়াগে। তাঁরা শাস্ত্র মেনে পুণ্যস্নান করেছেন। সত্যিকারের শাস্ত্র মেনে যে বিরোধী দলনেতা পুণ্য অর্জন করেননি তা স্পষ্ট করতে গিয়ে কুণাল বলেন, অর্ধেক ডুবে এই পুণ্য করা যায় না। এটা প্রয়াগের আরেকটা অপমান। বাংলার বিরোধী দলনেতা গিয়ে অসম্পূর্ণ ডুব। শাস্ত্র মতে এটা কখনও করা যায় না। শাস্ত্র মতে ডুব মানে পুরো ডুব। ডুব মানে জলস্তর থেকে মাথা এক বিন্দু নিচে থাকবে। শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি। দাবি করছি ছবিই যখন ছেড়েছেন আরেকবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...