Monday, August 25, 2025

১২ ঘণ্টায় গ্রেফতার, মহম্মদবাজার তিন খুনের কিনারা বীরভূম পুলিশের

Date:

Share post:

মোবাইল ফোনের সূত্র ধরে মাত্র ১২ ঘণ্টার মধ্যে তিন খুনের নেপথ্যে থাকা অপরাধীকে গ্রেফতার করল বীরভূম পুলিশ (Birbhum Police)। মহম্মদবাজারের (Mohammedbajar) একই পরিবারের মা ও দুই সন্তানের খুনের ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। আটক আরও দুই। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনে আরও কেউ জড়িত রয়েছে কি না খোঁজ চালাচ্ছে পুলিশ।

শুক্রবার সকালে মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানার ম্যানেজার পাড়া এলাকায় দুই নাবালকসহ এক মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে মৃত লক্ষ্মী মাড্ডির মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়নি। সেই মোবাইলের টাওয়ার লোকেশন ধরেই পুলিশ মল্লারপুরে (Mallarpur) পৌঁছায়। সেখানে সুনীল মিদ্দার বাড়ি থেকে আটক করা হয় নয়ন বিত্তার নামে এক যুবককে।

পুলিশি জেরায় উঠে আসে লক্ষ্মীর সঙ্গে নয়নের বিবাহ বহির্ভূত সম্পর্ক (extra marital affair) ছিল। সেই সূত্রেই বৃহস্পতিবার রাতে লক্ষ্মীর স্বামী অভিজিৎ বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে আসে নয়ন। সেই সময়ই খুন বলে জেরায় পুলিশকে জানায় সে। এরপর রাতে মল্লারপুরে সুনীল মিদ্দার বাড়িতে আশ্রয় নেয় সে। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। সেই সঙ্গে তাদের আরও দুই পরিচিতকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

বীরভূম পুলিশ সুপার (SP) আমনদীপ জানান, জেরায় খুনের কথা স্বীকার করেছে নয়ন। সোমবার তাকে সিউড়ি আদালতে পেশ করা হবে। তবে শুক্রবার সকাল থেকে এই ঘটনায় অযথা দেওচা-পাঁচামি কয়লাখনিকে জুড়ে রাজনীতি করার চেষ্টা চালিয়েছিল বিজেপি। কার্যত বিজেপি নেতাদের দূরদৃষ্টির অভাবের মুখে ঝামা ঘষে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার আততায়ী। অন্যদিকে এদিন সরিয়ে দেওয়া হয় মহম্মদবাজার থানার আইসি অরূপ দত্তকে। চলতি দেওচা-পাঁচামি কয়লাখনির কাজের জন্য রুটিন বদলি বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...