Tuesday, November 4, 2025

১) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় ভারত। সৌজন্যে শুভমন গিল । ১০১ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৯টি চার এবং ২ টি ছয় দিয়ে। ম্যাচের সেরাও হন তিনি। আর গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ইনিংস খেলে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। বললেন, এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস।

২) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে ভারত। বাংলাদেশকে হারায় ৬ উইকেটে। এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে একটা আপসোস রয়ে গিয়েছে তাঁর। আর তা অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক। অক্ষরের বলে ক্যাচ ফস্কেছিলেন রোহিত । সেটা ছিল অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু রোহিত সহজ ক্যাচ ফস্কানোর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে হ্যাটট্রিক করার সুযোগ হারান অক্ষর।

৩) বাংলাদেশকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে বল হাতে দাপট দেখান শামি। নেন ৫ উইকেট। আর এর সৌজন্যে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হন তিনি। নিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত শামি। জানালেন এই ধারাই আগামী ম্যাচে ধরে রাখতে চান তিনি।

৪) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত। বাংলাদেশ বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় রোহিত শর্মার দল। ২৩ ফেব্রুয়ারি মহারণ । মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট কোহলি। স্পর্শ করবেন সচিন তেন্ডুলকরকে।

৫) ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচে ভারতকে নিয়ে একদমই উদ্বিগ্ন নন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সত্যি কি চ্যাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন ধনশ্রী ? মুখ খুলল ধনশ্রীর পরিবার

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version