Tuesday, November 11, 2025

চালের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ রাজ্যের, বাজারে নজরদারি টাস্ক ফোর্সের

Date:

বাজারে মিনিকিট, বাঁশকাঠির মত সরু চালের দাম বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এই অবস্থায় চালের দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স চালের বেআইনি মজুমদারি ও কালোবাজারি আটকাতে বাজারে হানা দিচ্ছে। তবে নতুন চাল বাজারে আসার আগে এই সমস্যা পুরোপুরি কমবে না বলে রাইস মিল মালিক ও চাল ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন। রাইস মিল মালিকরা জানাচ্ছেন, দু’বছর অন্য দেশে চাল রফতানি বন্ধ ছিল। ২০২৪ সালের শেষের দিক থেকে ফের তা চালু হয়েছে। চাষিরা একটু দাম পাচ্ছেন বাইরে চাল পাঠিয়ে। তার জেরেই রাজ্যে কিছুটা জোগানে ঘাটতি রয়েছে। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, আর কিছুদিনের মধ্যে নতুন চাল বাজারে উঠলেই এই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। এপ্রিল মাসের পর দাম কিছুটা কমতে পারে।

অন্যদিকে বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, চাহিদার তুলনায় এখন চালের জোগানে টান পড়েছে। মূলত মিনিকিট, বাঁশকাঠি, গোবিন্দভোগ ইত্যাদি চালের দাম কেজি প্রতি দশ টাকা বা তারও বেশি বেড়ে গিয়েছে। অন্যদিকে রত্না ও অন্যান্য তুলনামূলক কম দামের চালও কেজিপ্রতি পায় ৫ টাকা বেড়ে গিয়েছে। মিল মালিকরা জানিয়েছেন, তাঁদের কাছে আর চাল নেই। ফলে নতুন ধান যতক্ষণ না উঠবে ততদিন দাম একই থাকবে। তিনি বলেন, মিল মালিকদের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য শুনেছি। আমি বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য মুখ্যসচিবকে জানিয়েছি। ফের এই বিষয়ে আমি তাঁর দৃষ্টি আকর্ষণ করব। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version